Advertisement
Advertisement
Kangana Ranaut

বন্যাবিধ্বস্ত মানালি, ‘গো ব্যাক’ স্লোগানের মুখে সাংসদ কঙ্গনার কাতর আর্জি, ‘আমি একা, আমাকে ছেড়ে দিন’

প্রকৃতির রুদ্ররোষে আক্রান্ত হিমাচলে 'ব্যক্তিগত ক্ষতি' সাংসদ-অভিনেত্রীরও! কী ঘটল?

‘Go Back Kangana Ranaut, You Are Late’ Slogans In Manali
Published by: Sandipta Bhanja
  • Posted:September 18, 2025 8:33 pm
  • Updated:September 18, 2025 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মানালির বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মাণ্ডির তারকা সাংসদ কঙ্গনা রানাউত। স্থানীয়দের অভিযোগ, ‘সাংসদ আসতে বড্ড দেরি করে ফেলেছেন।’ তার জেরেই ‘গো ব্যাক’ স্লোগান তুলে কঙ্গনাকে ঘিরে বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয়রা। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে, নিজের লোকসানের কথা তুলে ধরে ভেঙে পড়েন কঙ্গনা রানাউত!

Advertisement

ঠিক কী ঘটেছে? বলিউড মাধ্যম সূত্রে খবর, এদিন মানালির একাধিক এলাকায় গিয়ে বন্যার্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন মাণ্ডির সাংসদ অভিনেত্রী। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক, বিজেপি নেতা এবং কর্মী-সমর্থকরা। তাঁরাই কঙ্গনাকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন প্রকৃতির রুদ্ররোষের জেরে কীভাবে প্লাবিত এলাকাগুলি প্রায় ধ্বংসের মুখে! কোথায় কতটা ক্ষতি হয়েছে? মৌখিকভাবে সেসব খতিয়ানও নিচ্ছিলেন কঙ্গনা। আর সেখানেই আচমকা একদল স্থানীয় এসে ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, ‘সাংসদ অনেক দেরিতে এসেছেন।’ কারও বা কটুক্তি, ‘এতদিন কোথায় ছিলেন?’ বিক্ষোভের মুখে পড়ে কঙ্গনাও ব্যক্তিগত ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন।

কাতর কণ্ঠে সাংসদ অভিনেত্রীর আর্জি, “আমার রেস্তরাঁয় গতকালই মাত্র ৫০ টাকা আয় হয়েছে। যে রেস্তরাঁর কর্মীদের পারিশ্রমিক হিসেবেই শুধু ১৫ লক্ষ টাকা খরচ হয় আমার, সেখানে একদিনের আয় মোটে ৫০ টাকা! আমার কষ্টটাও ভেবে দেখুন আপনারা। আমিও তো হিমাচলী। একা মহিলা। দয়া করে আমাকে আক্রমণ করবেন না।” তবে বিক্ষোভের মুখে পড়েও পালটা প্রশ্ন ছুড়তে পিছপা হননি কঙ্গনা রানাউত। জনৈক বিক্ষোভকারীর উদ্দেশে তাঁর প্রশ্ন, “আপনি কি এখানে এসেছেন শুধু আমাকে কথা শোনানোর জন্য? দেখুন আপনি যদি এভাবে হেনস্তা করতে থাকেন, তাহলে আমরা কাজ করব কীভাবে?”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement