সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিককালে নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে নানা চর্চার ফলে আলোচনার শীর্ষে এসেছেন নয়ের দশকের নায়ক গোবিন্দা। তবে এবার ব্যক্তিগত জীবন নয় বরং পেশাগত জীবন নিয়ে মুখ খুললেন তিনি। গোবিন্দার সম্পর্কে প্রচলিত ছিল যে তিনি নাকি সর্বদাই সেটে দেরি করে আসতেন। অপেশাদারের তকমা এঁটে দেওয়া হয়েছিল তাঁর সঙ্গে। সময়ের কোনও জ্ঞান ছিল না নাকি গোবিন্দার। এবার কাজল ও টুইঙ্কল খান্নার শোয়ে এই নিয়ে মুখ খুললেন নায়ক। রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন গোবিন্দা। তাঁকে নিয়ে ধারাবাহিকভাবে হয়ে আসা এই অভিযোগের কী জবাব দিলেন?
গোবিন্দা বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে আমি নাকি কখনও সময়ে শুটিং ফ্লোরে পৌঁছাতাম না। আমি কেন কারও বাবার সাধ্যি নেই যে পাঁচ-পাঁচটা শিফটে শুটিং করে সঠিক সময়ে ফ্লোরে পৌঁছাবে। আমি ঠিক পাঁচটা শিফটেই শুটিং করতাম। এতগুলো ছবির শুটিং কীভাবে একটা মানুষ সামলাবে?’ তবে গোবিন্দা এহেন সাফাই দিলেও এর আগে চর্চায় উঠে এসেছে তাঁকে তাঁর অভিনয়জীবন নিয়ে স্ত্রী সুনীতার দেওয়া সাবধানবাণীর কথা। সুনীতা নাকি গোবিন্দাকে বলেছিলেন, ‘নিজেকে বদলাতে না পারলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে ও কাজ করতে পারবে না।’
উল্লেখ্য, বহুদিন ধরেই স্ত্রী সুনীতার সঙ্গে গোবিন্দার বিবাহবিচ্ছেদের চর্চা বারবার উঠে এসেছে শিরোনামে। তাঁদের দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যজীবন শেষ হতে চলেছে বলেই শোনা গিয়েছে। শোনা গিয়েছে তাঁদের বিচ্ছেদ মামলা নিয়ে নানা গুঞ্জন। যদিও এই নিয়ে সেভাবে মুখ খোলেননি গোবিন্দা। বরং তাঁর বদলে সাফাই দিতে শোনা গিয়েছে এ বিষয়ে তাঁর আপ্তসহায়ককে। অভিনেতার ‘ইমেজ’ ধরে রাখার চেষ্টায় জল ঢেলে দিয়েছেন তিনি। অবশ্য এহেন আলোচনায় যখন সরগরম বলিউড তখনই করবা চৌথে সোনার এক ভারী হার পরে স্বামীকে নিয়ে সোশাল মিডিয়ায় ফলাও পোস্ট করেন সুনীতা। তা থেকে যদিও ধারণা তাঁদের দাম্পত্যজীবনে সুখ এসেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.