সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডার বাগদান অনুষ্ঠান যেন রাজধানীতে রাজনীতির মিলনক্ষেত্র। সূর্য ডুবতেই আসতে শুরু করেছেন অরবিন্দ কেজরিওয়াল, আদিত্য ঠাকরে, পি চিদম্বরমরা। সেজেগুজে হাজির প্রিয়াঙ্কা।
শনিবার সকাল থেকেই দিল্লির কাপুরথালা হাউসে ছিল সাজো সাজো রব। তরুণ আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha) বাড়িতেই হচ্ছে আংটিবদলের অনুষ্ঠান। দিনের বেলা সেখানে পরিবার, পরিজনদের উপস্থিতি দেখা গিয়েছে। কিন্তু রাত বাড়তেই আসতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা।
দলের তরুণ তুর্কির বাগদানের অনুষ্ঠানে সপরিবারে হাজির হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এসেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
Arvind Kejriwal with his family at
— Payal Mohindra (@payal_mohindra)
এছাড়াও দেখা গিয়েছে, কপিল সিব্বাল, পি চিদম্বরম, আদিত্য ঠাকরের মতো নেতাদের। সাংসদ সঞ্জয় সিং। সুদূর আমেরিকা থেকে বোনের বাগদান অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর পরনে ছিল লেমন ইয়েলো রঙের রাফল শাড়ি।
राघव चड्ढा और परिणीति चोपड़ा की सगाई में प्रियंका चोपड़ा पहुंची।
— Rajesh Hindustaani (@RajeshHindustai)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.