Advertisement
Advertisement
Harbhajan Singh

গলায় স্টেথো, প্রতিবাদী চোখ! এবার রোগীদের ত্রাতা হয়ে বড়পর্দায় ভাজ্জি হরভজন

'সেভিয়র' ছবিতে চমক দেবেন ভাজ্জি।

Harbhajan Singh Drops Poster Of Upcoming Tamil Film Savior
Published by: Sandipta Bhanja
  • Posted:November 6, 2024 6:03 pm
  • Updated:November 6, 2024 6:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালেই ‘ফ্রেন্ডশিপ’ সিনেমার সুবাদে সিনেদুনিয়ায় পা রেখেছেন হরভজন সিং (Harbhajan Singh)। অভিনেতা হওয়ার ইনিংসে বছর তিনেক আগেই ছক্কা হাঁকিয়েছেন। এবার ফের একবার বড়পর্দায় ভাজ্জি। আবারও দক্ষিণী সিনেমায় দেখা যাবে তাঁকে। তবে এবার ডাক্তারের ভূমিকায়।

Advertisement

জন পল রাজের তামিল ছবি দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল হরভজনের। এবারও পরিচালনায় জন পল। তাঁর ছবিতেই রোগীদের ভিন্ন ভূমিকায় ধরা দেবেন ভাজ্জি। সিনেমার নাম যেমন ‘সেভিয়র’, হরভজন সিংয়ের চরিত্রও তেমন। রোগীদের ত্রাতা হিসেবে দেখা যাবে তাঁকে। বুধবার ছবির লুক সামনে এনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার। সেখানেই দেখা গেল হরভজন সিংয়ের গলায় স্টেথো। চোখে প্রতিবাদ! ক্যাপশনে লিখেছেন, “ফের জন পল রাজের টিমের সঙ্গে কাজ করার জন্য ভীষণভাবে মুখিয়ে রয়েছি। আশা করি, দর্শকদের খুব ভালো লাগবে এই ছবি।”

হরভজন সিংয়ের পাশাপাশি এই ছবির কাস্টিংয়ে রয়েছেন তামিল সিনেইন্ডাস্ট্রির পরিচিত মুখ- জিপি মুত্থু, ভিটিপি গণেশ, ওভিয়া প্রমুখ। সিনেমার গল্প এবং দিনক্ষণ যদিও ফাঁস করেননি নির্মাতারা, তবে হরভজন সিং বেশ আশাবাদী। রিয়্যাল হোক বা রিল। ক্রিকেট আর গ্ল্যামার দুনিয়ার সম্পর্ক নতুন বহুদিনের। বাইশ গজের তারকাদের বিজ্ঞাপনে তো দেখা যায়ই, পাশাপাশি সিনেমা জগতেও অনেকে ভাগ্য পরীক্ষা করেছেন। সাধারণত বলিউডের দিকেই ক্রিকেটারদের ঝোঁক বেশি থাকে। সেই পথে অবশ্য হরভজন সিং (Harbhajan Singh) হাঁটেননি। তামিল সিনেমা ‘ফ্রেন্ডশিপ’-এর মাধ্যমে বড়পর্দার দুনিয়ায় ডেবিউ করেছেন তিনি। ছবিতে কলেজ পড়ুয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার তামিল ছবি ‘সেভিয়র’-এ ডাক্তারের ভূমিকায় দেখা যাবে ভাজ্জিকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ