Advertisement
Advertisement
Rekha Birthday

‘অন্তরে-বাহিরে তুমি এভারগ্রিন’, প্রিয় বান্ধবী রেখার জন্মদিনে অভিনব শুভেচ্ছা হেমার

বলিউডের 'চিরতরুণী'র জন্মদিনে আবেগমাখা শুভেচ্ছা 'ড্রিমগার্ল' হেমা মালিনীর।

Hema Malini Wishes 'Dear Friend' Rekha On Birthday
Published by: Sandipta Bhanja
  • Posted:October 10, 2025 4:31 pm
  • Updated:October 10, 2025 4:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘এভারগ্রিন বিউটি’ তিনি। পর্দা থেকে তিনি যতবার দর্শকের চোখে চোখ রেখেছেন, ‘খুবসুরত’ রেখায় আছন্ন হয়েছে প্রজন্ম। সময় আবিষ্ট হয়েছে তাঁর চার্মে, আর সময়কে বিবশ করে রেখেই তিনি ছুঁয়ে ফেললেন ৭১-এর মাইলস্টোন। কিন্তু কে না জানে, সিনেমার রং বদলায়, ঢং বদলায়, নায়িকারাও যআসেন-যায়, কিন্তু রেখার বয়স বাড়ে না। তিনি ‘টাইমলেস’। যে মোহময়ী, আভিজাত্য আর যৌন আবেদনের মিশেলে তৈরি করতে পারেন অপূর্ব মাদকতা। শুক্রবার, ১০ অক্টোবর সত্তর বসন্ত পেরিয়ে একাত্তরে পা রাখলেন তিনি। আর সেই উপলক্ষেই বলিউডের ‘চিরতরুণী’র জন্য কলম ধরলেন ‘ড্রিমগার্ল’ হেমা মালিনী।

Advertisement

হেমা-রেখা দু’জনেই জন্মসূত্রে দাক্ষিণাত্যভূমের কন্যা। দক্ষ অভিনয়, সৌন্দর্য আর জাঁদরেল ব্যক্তিত্বের মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করেছেন। রেখাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সেরকমই নানা অজানা কথা তুলে ধরলেন বলিউডের ‘ড্রিমগার্ল’। শুক্রবার সোশাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে রেখার মঙ্গলকামনা করে হেমা লিখেছেন, ‘আমার খুব কাছের বন্ধুর জন্মদিন আজ। রেখা, যে অন্তরে-বাইরে সবদিক থেকেই চিরসুন্দর। কালজয়ী। ওঁর সৌন্দর্য অমর। ইন্ডাস্ট্রিতে আমার সবথেকে প্রিয় বন্ধু। যে সবসময়ে আমার মঙ্গল কামনা করেছে।’

রেখার জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে হেমা ফিরে গেলেন পুরনো দিনগুলিতে। সেই পোস্টেই ‘ড্রিমগার্ল’-এর সংযোজন, ‘আমাদের মায়েরাই আমাদের চালিকাশক্তি ছিলেন। ওঁদের জন্যই আমরা হিন্দি সিনেমায় যথাস্থানে উঠতে পেরেছি। আমাদের শিকড় আমাদের আরও বেঁধে-বেঁধে রেখেছে। আর মাঝেমধ্যেই আমরা বিশুদ্ধ তামিল ভাষায় মনের গল্প করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন রেখাকে সারা জীবন সুখে রাখেন, ওঁর সব ইচ্ছেপূরণ করেন। জন্মদিনের শুভেচ্ছা আমার প্রিয় বন্ধু রেখা।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ