Advertisement
Advertisement
Hera Pheri 3

‘হেরা ফেরি ৩’-এর পারিশ্রমিক নিয়ে কাড়াকাড়ি! অক্ষয়-পরেশের থেকে অনেকটা পিছিয়ে সুনীল

অক্ষয়-পরেশ-সুনীল, কে কত দর বাড়ালেন 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজির জন্য?

Hera Pheri 3 Trio Akshay Kumar, Paresh Rawal, Suniel Shetty’s Fee Revealed
Published by: Sandipta Bhanja
  • Posted:July 1, 2025 3:33 pm
  • Updated:July 1, 2025 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক, মান-অভিমান পেরিয়ে আবারও একজোট ‘হেরা ফেরি’র তিন বন্ধু। ‘বাবুভাইয়া’র সঙ্গে ‘রাজু’র আইনি তরজা বর্তমানে অতীত। তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তনের খবর দিয়েই মুচকি হেসে পরেশ রাওয়ালের (Paresh Rawal) জবাব, “আমলা আসলে বন্ধুত্বটাকে একটু ঝালিয়ে নিচ্ছিলাম।” এবার সেই খবর প্রকাশ্যে আসার পরই অনুরাগীদের কৌতূহল শুটিং আর তিন তারকার পারিশ্রমিক নিয়ে। কারণ সম্প্রতি শোনা গিয়েছিল, এই ছবির পারিশ্রমিক নিয়েই নাকি গোল বেঁধেছিল পরেশের সঙ্গে। এদিকে ‘বাবুরাও গনপত আপ্তে’ সব জল্পনা উড়িয়ে সাফ জানিয়ে দিয়েছেন যে, “কোনও বিতর্ক, অভিমান নেই…।” তাহলে কি মনমাফিক পারিশ্রমিক হাঁকাতে পারলেন? এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়!

বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রথম ছবিটি খুব স্বল্প বাজেটেই তৈরি হয়েছিল। তবুও ২০০০ সালের নীরিখে সাড়ে ৭ কোটি কম নয়। যে ছবি সেবছর বক্সঅফিসে মূল বাজেটের তিনগুন আয় করে সাড়া ফেলে দিয়েছিল। ২৪.৫ কোটি টাকার ব্যবসা করে ‘হেরা ফেরি’। এদিকে শ্যাম, রাজু, বাবুরাওয়ের দুষ্টু-মিষ্টি সমীকরণের এহেন গগনচুম্বী সাফল্য দেখে প্রযোজকরাও দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি উপহার দিয়েছিলেন দর্শকদের। সেসময়ে অক্ষয় কুমার পারিশ্রমিক নিয়েছিলেন ২০ লক্ষ টাকা। সুনীল শেট্টিও কম যাননি! খিলাড়ির মতোই ১৯-২০ লক্ষ টাকা দর হাঁকিয়েছিলেন। তবে প্রথমবার পরেশ রাওয়াল অনেকটাই কম পারিশ্রমিক পেয়েছিলেন, ৮-৯ লক্ষ টাকা। কিন্তু দ্বিতীয় সিনেমায় ‘বাবুরাও গনপত আপ্তে’ বুঝিয়ে দেন যে তিনি এই ফ্র্যাঞ্চাইজির ‘আসল স্টার’। সেই প্রেক্ষিতে পারিশ্রমিকও বাড়িয়েছিলেন। কাট টু ২০২৫ সাল। ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির জন্য তিন তারকার পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে!

বলিউড মাধ্যম সূত্রে খবর, পরেশ রাওয়াল ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) ছবির জন্য ১৫ কোটি টাকা দর হাঁকিয়েছেন। ইতিমধ্যেই ১১ লক্ষ টাকা অগ্রীম নিয়ে ফেলেছেন। যদিও আইনি ঝামেলা হওয়ার পর সেই টাকা অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থাকে ফিরিয়ে দিয়েছেন। অন্যদিকে অক্ষয় কুমার ২০ কোটি টাকা-সহ সিনেমার লভ্যাংশও নেবেন। সেটা ৬০ কোটির উপরেও যেতে পারে বলে অনুমান সিনেবিশেষজ্ঞদের। তবে অক্ষয়-পরেশের থেকে এবার অনেকটা পিছিয়ে ‘শ্যাম’ সুনীল শেট্টি। সূত্রের খবর, ‘হেরা ফেরি ৩’ ছবির জন্য তিনি মোটে ২-৫ কোটি টাকা পাচ্ছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement