Advertisement
Advertisement
SRK Pathaan Suhana

৫৬ বছরেও এই চেহারা! বাবা শাহরুখের ‘পাঠান’ লুক দেখে অবাক সুহানা

শনিবারই 'পাঠান' ছবির এই নতুন লুকটি প্রকাশ করেছেন শাহরুখ।

Here is how Suhana reacted on Father Shah Rukh Khan's Pathaan look | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 27, 2022 5:02 pm
  • Updated:March 27, 2022 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে ‘পাঠান’ ছবির টিজারে চমক দিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)।  ঠিক এরই মাঝে ভাইরাল হয়েছিল ‘পাঠান’ ছবির শুটিংয়ের দৃশ্য। যা দেখে চমকে গিয়েছিলেন অনুরাগীরা। এর মাঝেই ‘পাঠান’-এর নতুন লুক প্রকাশ করেন বলিউড বাদশা। আর সেই লুক দেখে শুধু অনুরাগীরাই নন, শাহরুখকন্যা সুহানাও মুগ্ধ।

Advertisement

Suhana Khan with Suhana

বয়স তো শুধু সংখ্যামাত্র। ‘পাঠান’ লুকে সেকথা আবারও প্রমাণ করেছেন শাহরুখ খান। এক্কেবারে নিখুঁত এইট প্যাক অ্যাব বলিউড বাদশার শরীর জুড়ে। কোথাও এতটুকু মেদ নেই। বাবার এই ফিটনেস দেখে মুগ্ধ সুহানা খান। ছবিটি পোস্ট করে শাহরুখকন্যা লেখেন, “উফ আমার বাবার বয়স ৫৬…আমাদের তো আরও বাহানা দেওয়ার সুযোগই রইল না।” হ্যাশট্যাগে ‘পাঠান’ সিনেমার নাম ব্যবহার করেন সুহানা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: সত্যজিতের আভিজাত্য ‘অপরাজিত’র লোগোয়, তৈরির কাহিনি শোনালেন পরিচালক অনীক দত্ত]

‘পাঠান’ ছবির টিজারে আলো আঁধারির মধ্যে মাত্র এক ঝলকই দেখা মিলেছিল শাহরুখের। তবে তাতেও তাঁর লম্বা চুলের নয়া লুক অনেকটাই স্পষ্ট হয়েছিল। আর গল্পের বিষয়বস্তু খানিকটা তুলে ধরলেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। টিজার দেখে যা আন্দাজ করা যায় সেই অনুযায়ী, এক চালচুলোহীন সর্বহারা ছেলের কাছে ভারতবর্ষই ধর্ম। এ দেশই তার অভিভাবক। আর সেই দেশকে রক্ষা করতেই বদ্ধপরিকর ‘পাঠান’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

চলতি বছর ১৫ আগস্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু গত বছর মাদক কাণ্ডে ছেলে আরিয়ান জড়িয়ে পড়ার জেরে এই ছবির শুটিং মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হয়েছিলেন শাহরুখ। পরে ছেলে ঘরে ফিরলে কাজ শুরু করেন। তাই সবমিলিয়ে ‘পাঠান’-এর পোস্ট প্রোডাকশনের কাজও বাকি থেকে যায়। আর সেই কারণেই পিছিয়ে যায় ছবির মুক্তির দিন।২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখের কামব্যাক ছবিটি। 

[আরও পড়ুন: সন্তানদের সময় দিতে পারেননি, অভিনয় থেকে অবসর আমিরের?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement