Advertisement
Advertisement
Tamannaah and Vijay love

‘বাহুবলী’ গার্ল তমান্নার সঙ্গে প্রেম করছেন বিজয়! কীভাবে দেখা হয়েছিল দু’জনের?

বর্ষবরণের রাতে নাকি দু'জনকে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে।

Here is how Vijay Varma and Tamannaah reportedly came close? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 4, 2023 1:37 pm
  • Updated:January 4, 2023 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম করছেন বিজয় বর্মা ও তমান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। নতুন বছরের শুরু থেকেই শোনা যাচ্ছে এই খবর। বছরের শুরুতেই একটি ভিডিও ভাইরাল হয়। দাবি করা হয়, তাতে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী ও ‘ডার্লিংস’ সিনেমার নায়ককে। তাতেই প্রেমের জল্পনা তুঙ্গে।

Advertisement

Tamannaah-and-Vijay-love

কিন্তু কীভাবে শুরু হয় এই প্রেম পর্ব? শোনা যাচ্ছে,  ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমার সেটে দুই তারকার দেখা হয়। সেখানেই বন্ধুত্বের সূত্রপাত। সময়ের সঙ্গে বিজয় (Vijay Varma) ও তমান্নার সম্পর্ক আরও পোক্ত হয়। নতুন বছরের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে নাকি বিজয় ও তমান্নাকে বর্ষবরণের আনন্দে নিবিড় চুম্বন করতে দেখা গিয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ভারতীয় হওয়ায় লন্ডন বিমানবন্দরে হেনস্তার শিকার সতীশ শাহ! প্রবল ক্ষুব্ধ অভিনেতা ]

দাক্ষিণাত্যের পাশাপাশি বলিউডের একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন তমান্না। অন্যদিকে বড়পর্দায় বিজয়ের উত্থান ‘গাল্লি বয়’ সিনেমা থেকে। তারপর ‘সুপার ৩০’, ‘ডার্লিংস’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে। ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমার পাশাপাশি সুজয় ঘোষের পরিচালনাতেও একসঙ্গে কাজ করছেন তমান্না-বিজয়।

বি-টাউনে জোর গুঞ্জন, একসঙ্গে বিভিন্ন জায়গায় সময় কাটাতে দেখা যাচ্ছে তমান্না-বিজয়কে। সম্প্রতি নাকি দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও নাচতে দেখা গিয়েছে দুই তারকাকে। যদি প্রেমের এই রটনা সত্যি হয়। তাতে অবশ্য কোনও আপত্তি নেই সিনেপ্রেমীদের। অনেকেই দু’জনকে কিউট কাপল হিসেবে ব্যাখ্যা করেছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘যদি বাড়িতে হামলা হয়!’ ‘পাঠান’ বিতর্কে মুখ খুলতে নারাজ নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement