সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গিহানা ও অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের সম্পর্কের ফের অবনতি ঘটেছে। এমনকী বিতর্কের মুখে বাতিল হয়েছে লেজেন্ডস চ্যাম্পিয়নশিপে দুই দলের ম্যাচ। কিন্তু এর মধ্যে ভাইরাল বলি তারকা অজয় দেবগণের সঙ্গে শাহিদ আফ্রিদির। সেই আফ্রিদি, যিনি ক্রমাগত ভারতের বিরুদ্ধে কুৎসা করেছেন। তাঁর সঙ্গে অজয় দেবগণের ছবি নিয়ে প্রবল ক্ষুব্ধ নেটদুনিয়া। কিন্তু এই ছবির আসল সত্যিটা কী?
রবিবার রাতে ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের। পহেলগাঁও আক্রমণ থেকে অপারেশন সিঁদুর, নেটদুনিয়ায় একে অপরকে আক্রমণ করেছিলেন শিখর ধাওয়ান ও আফ্রিদি। ভারতীয় ক্রিকেটারদের অনেকেই ওই হামলার প্রতিবাদে সরব হন। এই টুর্নামেন্টেও শেষ পর্যন্ত পাকিস্তানের নামতে আপত্তি শিখর ধাওয়ান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিংদের। যার জেরে শেষে পর্যন্ত বিতর্কিত ওই ম্যাচ বাতিল করে দেন আয়োজকরা। এই প্রতিযোগিতায় আর মুখোমুখি হবেন না দুই দেশের প্রাক্তন তারকারা।
এর মধ্যে ভাইরাল হয় অজয় দেবগণের সঙ্গে শাহিদ আফ্রিদির একটি ছবি। যেখানে দেখা যায়, দুজনেই হাসিমুখে কথা বলছেন। সিনে পর্দার ‘সিংঘম’-এর এহেন আচরণে নেটিজেনরা শুধু বিরক্ত নন, ক্ষুব্ধও। এমনকী অজয়কে ‘বয়কটে’র ডাকও দেওয়া হচ্ছিল। কিন্তু সত্যিটা হল ছবিটি সাম্প্রতিক নয়। বরং গত বছরের লেজেন্ডসদের চ্যাম্পিয়নশিপের সময়ের ছবি। ২০২৪-এ ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই সময় এজবাস্টনে অজয় ও আফ্রিদি ছবি তুলেছিলেন। বর্তমানে উত্তপ্ত সময়ে সেই ছবি ভাইরাল হয়েছে। আর অনেকেই বলি তারকার উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন।
Ajay Devgan meets Shahid Afridi happily. These celebs desh bhakti will remain for PR only, rest they will do anything for money and don’t care about the people of the country.
— Div🦁 (@div_yumm)
Ajay Devgn did not meet Shahid Afridi after the Pahalgam attack; the image is from the World Championship of Legends held in 2024 in Birmingham.
— Only Fact (@OnlyFactIndia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.