সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বেফাঁস মন্তব্য কাজলের (Kajol)। এবার খোদ শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিয়ে কথা বলে বিপাকে অভিনেত্রী। আবারও নেটিজেনদের আলোচনা-সমালোচনার পাত্রী হলেন।
শাহরুখ-কাজলের সিনেমা মানেই সুপারহিট। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’-এর মতো সিনেমা এখনও সিনে অনুরাগীদের মনে বিশেষ স্থান দখল করে রেখেছে। এমন জনপ্রিয় জুটির নতুন কোনও সিনেমা ঘোষণা হওয়ার অপেক্ষায় থাকেন দর্শকরা। এহেন সহকর্মী তথা বন্ধুকে নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন কাজল। ‘দ্য ট্রায়াল’ সিরিজের জন্য সাক্ষাৎকার দিচ্ছিলেন অভিনেত্রী। তাঁকে শাহরুখ খানকে কোনও একটি প্রশ্ন করার অনুরোধ করা হয়।
একটু ইতস্তত করে কাজল বলেন, “শাহরুখকে নিয়ে আর কী বলব। ওর তো সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়ায় রয়েছে।” এরপর খানিক ভেবে অভিনেত্রী প্রশ্ন করে বসেন, “পাঠান-এর আসল আয় কত?”
Aur kuch logo ko abhi bi lagta hai Pathaan ka collection real tha
GLORIOUS OMG2 TEASER
— ⚡✨ (@VEERx0)
মজার ছলেই প্রশ্নটি করেছিলেন কাজল। তবে নেটিজেনদের একাংশ মোটেও এমন প্রশ্ন সহজভাবে নেননি। একজন লেখেন, “কাজলের এবার একটু ভবিষ্যতের কথা ভাবা উচিত। শাহরুখ খান তাঁর অতীত। এখন তো নতুন কাজল কুমুদ মিশ্র, আলি খান, যিশু সেনগুপ্তর সঙ্গে ভাল কাজ করছেন।” অবশ্য কাজলের এই মজাকে অনেকে হালকাভাবেও নিয়েছেন। তাঁদেরই একজন লিখেছেন, “আউচ। শাহরুখ খানকে খোঁচাটি দিয়েই ফেললেন কাজল। আশা করি এটা মজা করেই করেছেন। এই তো বন্ধুত্ব!”
প্রসঙ্গত, এর আগে ‘দ্য ট্রায়াল’ নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়েই দেশের রাজনীতিবিদদের ‘অশিক্ষিত’ বলে ফেলেছিলেন কাজল। পরে আবার নিজের বক্তব্যের সাফাই দিয়ে টুইটারে লিখেছিলেন, “আমি শুধুমাত্র শিক্ষার এবং তার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। কোনও রাজনৈতিক নেতার সম্মানহানি আমার অভিপ্রায় ছিল না, আমাদের বহু মহান নেতা রয়েছেন যাঁরা দেশকে সঠিক পথে চালিত করছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.