সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি তোলা নিয়ে কী কাণ্ডটাই না ঘটাচ্ছেন নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত। কিছুদিন আগেই যশ (Yash Dasgupta) নুসরতের ছবি তুলে দেওয়ার নাম করে নিজের ছবি তুলেছিলেন। তার প্রতিশোধ নিয়ে এবার যশের ছবি তোলার সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লেন নুসরত।
সপ্তাহ দু’য়েক আগে ছবি তোলার মুডে ছিলেন নুসরত। নীল টপ আর কালো প্যান্ট পরে সুন্দরভাবে সেজে এসেছিলেন। বিশ্বাস করেই যশকে দিয়েছিলেন ছবি তোলার ভার। কিন্তু নুসরতের ছবি তোলার ভান করে নিজেরই একের পর এক ছবি তুলতে থাকেন যশ। ছবি তোলার পালা শেষ হতেই হাসতে হাসতে ছবি দেখতে আসেন নুসরত। তবে মোবাইলের দিকে তাকাতেই তাঁর মুখের অভিব্যক্তি পালটে যায়। কারণ নুসরতের ছবি তোলার নাম করে যশ শুধু নিজের ছবিই তুলে যাচ্ছিলেন।
মজার ছলেই ভিডিওটি তৈরি করা হয়েছিল। এবং তাতে রসিকতা করেই নুসরত জানিয়ে দিয়েছিলেন তিনি প্রতিশোধ নেবেন। সেই প্রতিশোধ এতদিনে নিলেন নায়িকা। যখন স্যুইমিং পুলের সামনে দাঁড়িয়ে যশ একাই ফটোশুট করছেন। আচমকা মনের মানুষ আর ক্যামেরার মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়েন নায়িকা। আর মনের আনন্দে নাচতে নাচতে বলে ওঠেন, ‘প্রতিশোধ!’
View this post on Instagram
এদিকে সিনেমার পর্দায় ফের জুটি বাঁধছেন যশ-নুসরত। আগামীতে ‘শিকার’ ছবিতে দেখা যাবে তারকা যুগলকে। দেবরাজ সিনহার পরিচালনায় তৈরি ছবিটি থ্রিলারধর্মী। আর তাতে যশ-নুসরত ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.