সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই ঘটা করে ‘লাল সিং চড্ডা’র (Laal Singh Chaddha) ট্রেলার প্রকাশ করেছেন আমির খান। প্রথমে আইপিএলের ফাইনাল ম্যাচের মাঝখানে টেলিভিশনে দেখা গিয়েছিল ট্রেলারটি। তারপর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। ট্রেলার দেখে অনেকেই আমির-করিনার প্রশংসা করেছেন। অনেকে আবার নিন্দায় মুখর হয়েছে। টুইটারে দুই তারকার ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে।
এক নয়, একাধিক কারণ দেখিয়ে আমির খান (Aamir Khan) ও করিনা কাপুরের (Kareena Kapoor) ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে। ২০১৫ সালে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আমির। সেই প্রসঙ্গ তুলে ছবি বয়কটের ডাক দেন একজন।
Aamir Khan Said “India Is Intolerant and He wants to Leave India”
No Cleanchit Option In SSRCase
— ANGRY BOT 🦋 🌟 🦋 🌟 🦋 (@United__4SSR)
শিবলিঙ্গে দুধ ঢালার বদলে তা দিয়ে দুস্থ শিশুদের খিদে মেটানোর পরামর্শ দেন আমির। সেই প্রসঙ্গ তুলেই ছবি বয়কটের ডাক দেওয়া হয়। একসময় আবার করিনা কাপুর বলেছিলেন, “আমদের ছবি দেখবেন না। কাউকে ছবি দেখতে বাধ্য করা হয় না।” সেই মন্তব্যের উল্লেখ করেও ‘লাল সিং চড্ডা’ বয়কট করার ডাক দেওয়া হয়েছে। এমনকী, আমির তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করার প্রসঙ্গ টেনেও কটাক্ষ করা হয়।
When the so called book launcher and heroine doesn’t want us to watch her movie why should we ?? Go feed poor kids , spend time with your grandparents, read a book but stop watching their movies and stop destroying the nation
NCB Challenge RC Bail In SC— Heli🥰😍🤩🦋🥳💫🔱 (@HeliPandya8)
এমনই একাধিক টুইট করা হয়েছে ‘বয়কট লাল সিং চড্ডা’ (Boycott Laal Singh Chaddha) হ্যাশট্যাগ দিয়ে। অবশ্য অনেকেরই পছন্দ হয়েছে ‘লাল সিং চড্ডা’র ট্রেলার। ২৪ ঘণ্টার মধ্যে পঁচিশ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন ২ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটি। ৯৯৪ সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কস (Tom Hanks) অভিনীত আমেরিকান ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’-এর (Forrest Gump) অফিশিয়াল রিমেক ‘লাল সিং চড্ডা’। ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.