Advertisement
Advertisement
Arpita Khan

সলমনের বোনের দাবাংগিরি! রেস্তরাঁয় একের পর এক প্লেট ভাঙছেন অর্পিতা, ভাইরাল ভিডিও

কেন এমন আচরণ?

Here is why Salman Khan’s sister Arpita Khan smashed plates in Dubai restaurant| Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 7, 2020 9:52 pm
  • Updated:December 7, 2020 9:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা ধবধবে সুন্দর প্লেট। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বিশেষ কোনও অনুষ্ঠানেই তা আলমারি কিংবা শোকেস থেকে বের হতে দেখা যায়। এমন মহা মূল্যবান প্লেট হাতে ধরছেন আর মাটিতে আছড়ে ফেলছেন সলমন খানের বোন অর্পিতা খান (Arpita Khan)। মুখে মায়া কিংবা দয়ার লেশমাত্র নেই। তার বদলে রয়েছে হাসি। কখনও বসে একের পর এক প্লেট ভেঙে চলেছেন, কখনও আবার সলমনের (Salman Khan) সিনেমার গানের ছন্দে নেচে নেচে প্লেট ভাঙছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: স্বামী-স্ত্রীর ঝগড়ার মূল কারণ পুরোহিত, নুসরতের পাশে বসেই কেন একথা বললেন নিখিল?]

কিন্তু কেন এমন কাজ করছেন অর্পিতা? তাও আবার সলমন খানের গানের ছন্দে নেচে নেচে? ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনে খেয়াল করলে কেউ কেউ এর কারণ আঁচ করতে পারলেও পারতে পারেন। দুবাইয়ের এক গ্রিক রেস্তরাঁয় গিয়েছিলেন অর্পিতা। সেখানকার পুরনো এই ভিডিওটিই ভারচুয়াল জগতের সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। আসলে এটি একটি প্রাচীন গ্রিক প্রথা। যাতে প্লেট ভাঙার মাধ্যমে সমস্ত দুষ্ট শক্তি প্রভাব এবং জীবনের দুঃখের কারণগুলিকে ধ্বংস করে ফেলা হয়। সেই যুক্তিতেই এভাবে প্লেট ভাঙা চলে। আর তার জেরেই অর্পিতা নিজের বন্ধুদের সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছিলেন।

শোনা যায়, মুম্বইয়ের রাস্তায় মৃত মায়ের পাশে বসে কাঁদছিল ছোট্ট এক শিশু। তাঁকে দেখে সঙ্গে করে বাড়ি নিয়ে আসেন সলমন খানের বাবা সেলিম খান ও মা সালমা খান। পরে শিশুটিকে দত্তক নেন সালমা। নাম রাখেন অর্পিতা। সলমন, আরবাজ থেকে সোহেল, তিন ভাইয়েরই খুব আদুরে অর্পিতা। এমনকী বলিউডের কিং শাহরুখ খানও (Shahrukh Khan) তাঁকে বোনের মতো ভালবাসেন। সলমন খানের সঙ্গে মনোমালিন্যর সময়ও শাহরুখের সঙ্গে যোগাযোগ ছিল অর্পিতার। ২০১৪ সালে আয়ুষ শর্মার (Aayush Sharma) সঙ্গে বোনের বিয়ে দেন সলমন খান। তারপরই ‘লাভ যাত্রী’ সিনেমার মাধ্যমে ভগ্নীপতিকে নায়ক হিসেবে বলিউডে নিয়ে আসেন।

[আরও পড়ুন: ‘কালী মূর্তির সামনে দেহ পুড়তে দেখেছি’, শ্মশানের স্মৃতিকথা শোনালেন ‘ছবিয়াল’ শাশ্বত]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement