Advertisement
Advertisement
Shilpa Shetty

‘আপনি কুন্দ্রার বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন না কেন?’, হাই কোর্টের প্রস্তাব শিল্পা শেট্টিকে

৬০ কোটির আর্থিক জালিয়াতি মামলা হয়েছে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে।

High Court asks Shilpa Shetty to be turn approver
Published by: Biswadip Dey
  • Posted:October 14, 2025 9:23 pm
  • Updated:October 14, 2025 9:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬০ কোটির আর্থিক জালিয়াতি মামলায় শিল্পা শেট্টিকে ‘রাজসাক্ষী’ হওয়ার প্রস্তাব দিল বম্বে হাই কোর্ট। মঙ্গলবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর ও বিচারপতি এ আনখাড়ের বেঞ্চে ছিল মামলার শুনানি। আর সেখানেই এই প্রস্তাব দেওয়া হয় বলিউড অভিনেত্রীকে।

Advertisement

এদিন শিল্পার আইনজীবীরা উচ্চ আদালতকে বলেন, বিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট অভিনেত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। এমনকী টিকিটও পাঠিয়ে দিয়েছেন। ২২ থেকে ২৭ অক্টোবর, এই সময়কালই দেশের বাইরে থাকতে চান শিল্পা। অনুমতি পেলে লস অ্যাঞ্জেলসে শুটিং করবেন তিনি। সেই সময় তাঁর ছেলেও তাঁর সঙ্গে থাকবে। মুম্বইয়ে থাকবেন রাজ কুন্দ্রা, শিল্পার মা ও কন্যা। কিন্তু অভিযোগকারীর আইনজীবীরা দাবি করেন, এর আগে একই তারিখে কলম্বোয় ছুটি কাটানোর অনুমতি চেয়েছিলেন শিল্পা। এখন তিনি কাজের কথা বলছেন। সেকথা শুনে শিল্পার থেকে তাঁর ওই সময়ের কাজের সূচি চায়। তখন শিল্পার আইনজীবীরা বলেন, আদালতের অনুমতি ছাড়া তা তৈরি করা সম্ভব নয়।

এরপরই বোম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রশেখর শিল্পাকে বলেন, ”আপনি কেন অভিযুক্ত নম্বর ১-এর বিরুদ্ধে অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হচ্ছেন না?” প্রসঙ্গত, কোনও ফৌজদারি মামলায় ‘অ্যাপ্রুভার’ অর্থ হল এমন একজন যিনি মামলার অন্য অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। বিনিময়ে তাঁকে হালকা সাজা কিংবা মার্জনা করতে পারে আদালত।

উল্লেখ্য, আগস্টে তারকাদম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বইয়ের জনৈক ব্যবসায়ী। সেপ্টেম্বর মাসে তারকা দম্পতির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে মুম্বই পুলিশ। ফলত, ইচ্ছে করলে যখন-তখন রাজ-শিল্পার দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়। অনুমতি সাপেক্ষেই বিদেশ ভ্রমণ করতে হবে তাঁদের। সংশ্লিষ্ট মামলায় পাঁচ ঘণ্টার জেরায় শিল্পার বয়ান রেকর্ড করে মুম্বই পুলিশ। আগামী বৃহস্পতিবার ১৬ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। সেদিনই দেখা যাবে মামলা কোনদিকে গড়ায়। শিল্পা সত্যিই রাজসাক্ষী হন কিনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ