সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও হাত ভর্তি মেহেন্দি। মনের মানুষের সঙ্গে সদ্য় ঘর বেঁধেছেন। বিয়ের পর ২৪ ঘণ্টাও কাটেনি। তারই মাঝে কাজে ফিরলেন ‘লড়াকু’ হিনা। কাজই যে তাঁর কাছে প্রথম গুরুত্ব পায়, সেকথা নিজের মুখেই স্বীকার করলেন অভিনেত্রী।
বৃহস্পতিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। বিয়ে করবেন বলে সেই অনুষ্ঠানে যোগ দেবেন না, এমন মানসিকতা নেই হিনার। তাই তো নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দিলেন অভিনেত্রী। পরনে কালো রঙের লং কোর্ট। বললেন, “কাজই আমার কাছে প্রথম। আমি গতকালই বিয়ে করেছি। আজ একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। আমি এই অনুষ্ঠানের অংশ হতে চেয়েছিলাম। সে কারণে এখানে এসেছি।”
হিনা খানের শরীরে থাবা বসিয়েছে মারণ রোগ ক্যানসার। এই লড়াই যে সহজ নয়, সেকথা বারবার বলেছেন অভিনেত্রী। চলছে কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপ হলেও অদম্য মনের জোর হিনার। মানসিক শক্তি এতটুকু টলেনি তাঁর। অসুস্থ শরীরেও কখনও ব়্যাম্পে হেঁটেছেন তো কখনও বা আবার মক্কায় উমরাহ পালন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সকলকে চমকে দিয়ে বুধবার বিয়েও সেরেছেন। ধূসর রঙের লেহেঙ্গা, মানানসই রুপো-হিরের জরোয়ার গয়নায় হিনাকে দেখে চমকে ওঠেন অনুরাগীরা।
দীর্ঘদিনের প্রেমিক কলকাতার বাসিন্দা রকি জয়সওয়ালের পরনেও ছিল রংমিলান্তি পোশাক। বিয়ের আসরে বরের ঠোঁট ঠোঁট রেখে প্রেমের অঙ্গীকার করেন ‘কলকাতার বউমা’।
ওই ছবি দেখে ভালোবাসার বন্যায় ভরিয়ে দেন অনুরাগীরা। বিয়ের রাত কাটতে না কাটতেই হিনার কাজে যোগদানও বেশ ব্যতিক্রমী পদক্ষেপ। আর কাজ নিয়ে করা মন্তব্যেও ঘায়েল অনুরাগীরা। কাজকে গুরুত্ব দিয়ে যেন আরও একবার সকলের মন জয় করলেন তিনি।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.