Advertisement
Advertisement
Filmistan Studio

রানি-কাজলের ঠাকুরদার তৈরি ফিল্মিস্তান স্টুডিও ধূলিসাৎ! প্রতিবাদে সরব সিনে সংগঠন

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে সিনে সংগঠন।

historic Filmistan Studio in mumbai has demolished
Published by: Arani Bhattacharya
  • Posted:July 6, 2025 6:07 pm
  • Updated:July 6, 2025 6:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধূলিস্যাৎ বলিউডের বিখ্যাত ফিল্মিস্তান স্টুডিও। বলিউড হারালো তার আরও এক ঐতিহ্য। এবার সেই জায়গাতেই উঠবে বহুতল। ১৯৪৩ সালে এই স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন রানি ও কাজলের ঠাকুরদা শশধর মুখোপাধ্যায়, অভিনেতা অশোক কুমার, জ্ঞান মুখোপাধ্যায় ও রায় বাহাদুর চুনিলাল প্রমুখ। বলিউডের বহু নামী ছবির শুটিং হয়েছে এই স্টুডিওতে। পদধূলি পড়েছে বহু কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রীর।

Advertisement

একসময়ের স্টুডিও কালের নিয়মে ভেঙে গড়ে তোলা হবে বহুতল। এই বিষয়কে খুব সহজে মেনে নিতে পারছেন না ফিল্মিদুনিয়ার বিশিষ্ট জনেরা। বলিউডের ঐতিহ্যবাহী এক ইতিহাস নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় রীতিমতো মনখারাপ চলচ্চিত্র জগতের অনেকেরই। শোনা যাচ্ছে, ১৮৩ কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে ফিল্মিস্তান স্টুডি। যার প্রায় ৪ একর জমিতে গড়ে উঠবে বিলাসবহুল বহুতল।

শোনা যাচ্ছে, ফিল্মিস্তান স্টুডিও ভেঙে বহুতল তৈরির বিষয়ে ইতিমধ্যেই নাকি আপত্তি জানিয়েছে  সিনে সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তাঁদের বক্তব্য, বলিউডের এত বছরের ঐতিহ্যকে শেষ করে সেখানে বহুতল উঠলে কমে যাবে কলাকুশলীদের কাজের বহু সুযোগ। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে এই সংগঠন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement