Advertisement
Advertisement
Web Series

‘লাফ্টারসেন’ নিরঞ্জনের এবার সিনে দুনিয়ায় হাতে খড়ি, কার বিপরীতে করবেন অভিনয়?

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে তিনি অন্যতম।

hoichoi new Web Series will cast laugtersane niranjan mandal
Published by: Arani Bhattacharya
  • Posted:June 27, 2025 4:17 pm
  • Updated:June 27, 2025 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় তাঁর বিপুল জনপ্রিয়তা। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে তিনি অন্যতম। এতদিন নানা মজাদার ভিডিও বানিয়ে দর্শককে বিনোদনের রসদ জুগিয়েছেন। তিনি ‘লাফ্টারসেন’ খ্যাত নিরঞ্জন মণ্ডল।

এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। এবার অভিনয়জগতে পা রাখছেন নিরঞ্জন মণ্ডল। এবার হইচই ওয়েব প্ল্যাটফর্মের নতুন সিরিজে দেখা যাবে তাঁকে। সিরিজের নাম ‘বীরাঙ্গনা’। থ্রিলার ঘরানার সিরিজ হতে চলেছে এটি। সিরিজে নিরঞ্জনের চরিত্রের নাম চিরায়ু তালুকদার। নতুন এই কাজ নিয়ে নিরঞ্জন বলেন, ‘এটা একটা খুব ভালো অভিজ্ঞতা। আমি এই কাজের মাধ্যমে শুধু যে অভিনয় করার সুযোগই পেয়েছি তা নয় বরং নিজেকে আরও মেলে ধরার সুযোগ পেয়েছি আমি। এটা ছিল আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করা। আমার উপর এতটা বিশ্বাস রাখার জন্য আমি এই সিরিজের টিমের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এটা সবে একটা শুরু বলা যায়।

অন্যদিকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সন্দীপ্তা সেনকে। তাঁর চরিত্রের নাম চিত্রা বসু। এই চরিত্র নিয়ে সন্দীপ্তা সেন বলেছেন, ‘এটা আমার প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে কাজ। এটা একটা দারুণ অভিজ্ঞতা আমার জন্য। আমার উপর ভরসা রাখার জন্য ও আমাকে একটা এমন চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ পরিচালক নির্ঝর মিত্র সহ টিমকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement