Advertisement
Advertisement
Indu

অপেক্ষার অবসান, শুরু হল ‘ইন্দু ৩’র শুটিং, কবে আসছে ওয়েব প্ল্যাটফর্মে?

রহস্যরোমাঞ্চে ভরপুর কনটেন্টের প্রতি বাঙালির ভালোবাসা আদি ও অকৃত্রিম।

hoichoi web series Indu shooting starts
Published by: Arani Bhattacharya
  • Posted:August 10, 2025 6:43 pm
  • Updated:August 10, 2025 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যরোমাঞ্চের প্রতি  বিনোদুনিয়ার ক্ষেত্রেও বাঙালি সেভাবেই রহস্যরোমাঞ্চে ভরপুর কনটেন্টকে একটু বেশিই ভালোবাসা দিয়েছে। ব্যতিক্রম নয় হইচই ওয়েব প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ ‘ইন্দু’। এই ওয়েব সিরিজ প্রথম মুক্তি পেয়েছিল ২০২১ সালে। প্রথম পর্বেই দর্শকের মন জিতে নেয় ‘ইন্দু ১’। পরবর্তীতে ‘ইন্দু ২’ আসে ২০২৩ সালে। এখন অপেক্ষা ‘ইন্দু ৩’র। সেই পর্ব দেখার জন্যই মুখিয়ে রয়েছেন দর্শক।

Advertisement

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এবার শুরু হতে চলেছে ‘ইন্দু ৩’র নতুন পর্বের শুটিং। রবিবার হইচইয়ের অফিশিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডলে আনুষ্ঠানিকভাবে জানানো হল। একটি মজাদার এআই ভিডিওতে তুলে ধরা হয়েছে দর্শকের অপেক্ষার প্রহর গোনার মুহূর্ত। আর সবশেষে সেই ভিডিওতেই জানানো হচ্ছে ‘ইন্দু ৩’ এর শুটিং শুরুর খবর। এই পুজোয় শুরু হবে ‘ইন্দু ৩’-এর স্ট্রিমিং। এছাড়াও এদিন এই সিরিজের মুখ্য চরিত্রের অভিনেতা-অভিনেত্রীদের দেখা যায় ক্ল্যাপস্টিক হাতে নিয়ে নিজেদের ছবি সোশাল মিডিয়ায় পোস্ত করে এই সিরিজের শুটিংয়ের ঘোষণা করতে। সেই তালিকায় রয়েছেন ইশা সাহা, মিমি দত্ত, মানালি মনীষা দে, মানসী সিনহা, সুহোত্র মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।

 

প্রথম থেকেই এই সিরিজে রহস্যময়ী ইন্দু ওরফে ইশার আগমন বুঝিয়ে দিয়েছিল যে এই সিরিজ আর পাঁচটা সিরিজের মতো একেবারেই নয়। ইন্দুর বিয়ে নিয়ে প্রথম থেকেই একটা রহস্য তৈরি করেছিলেন পরিচালক। উলটো দিকে ইন্দুর বর ওরফে অভিনেতা চন্দ্রনিভ মুখোপাধ্যায়ের বাড়িতেও মজুদ ছিল রহস্য়ের নানা উপাদান। একইভাবে রহস্য বজায় ছিল দ্বিতীয় পর্বেও। এখন দেখার ‘ইন্দু ৩’তে নতুন কী কী টুইস্ট অপেক্ষা করছে দর্শকের জন্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement