Advertisement
Advertisement
Hollywood News

প্রয়াত হলিউডের কিংবদন্তি তারকা রবার্ট রেডফোর্ড, চলচ্চিত্র জগতে শোকের ছায়া

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

Hollywood News: Robert Redford Oscar-winner and founder of Sundance Film Festival dies at 89
Published by: Arani Bhattacharya
  • Posted:September 16, 2025 8:52 pm
  • Updated:September 16, 2025 8:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় ফের শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি হলিউড পরিচালক-অভিনেতা রবার্ট রেডফোর্ড। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার উটাহ’তে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হলিউডের কিংবদন্তি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

Advertisement

হলিউডে ছয় ও সাতের দশকে তিনি ছিলেন অন্যতম জনপ্রিয় অভিনেতা। ১৯৬২ সালে ‘ওয়ার হান্ট’ ছবিতে অভিনয় করে সকলের মতো জয় করেছিলেন তিনি। এরপর ‘বুচ ক্যাসকেডি অ্যান্ড দ্য সানডান্স কিড’র মতো ছবিতে। এছাড়াও রবার্ট রেডফোর্ড অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘দ্য গ্রেট গ্যাটসবাই’, ‘অল দ্য প্রেসিডেন্টস মেন’র মতো জনপ্রিয় ছবিতেও। শুধু অভিনয় না,পরিচালক হিসাবেও তিনি ছিলেন স্বনামধন্য। ৪০ বছর বয়সে এসে পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর। তাঁর পরিচালনায় বারবার ধরা পড়েছে সাধারণ মানুষের জীবনের নানা দিক। তাঁর ‘অর্ডিন্যারি পিপল’ ছবির জন্য অস্কার জেতেন।

তাঁর কাছে ছবি শুধুমাত্র বিনোদন বা ব্যবসার মাধ্যম ছিল না। হলিউডের ছবিতে তাঁর হাত ধরে নবজাগরণ হয়েছিল বলা যায়। তাঁর ছবিতে শোক, দুঃখ, রাজনৈতিক ও সামাজিক দিক বারবার ফুটে উঠেছে। এখানেই সীমাবদ্ধ ছিল না, অভিনয় ও পরিচালনার পাশাপাশি ১৯৮১ সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সানডান্স ইনস্টিটিউট।  যার হাত ধরে আজও আয়োজিত হচ্ছে ‘সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল’। ২০১৮ সালে অভিনয় থেকে অবসর নেন তিনি। তবে পরবর্তীতে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ছবির হাত ধরে ফের অভিনয়ে ফেরেন। কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ