Advertisement
Advertisement
Homebound

অস্কারে যাওয়া ‘হোমবাউন্ড’-এও সেন্সরের কাঁচি! ছাঁটাই ১১ দৃশ্য, বাদ একাধিক সংলাপও

মুক্তির প্রাক্কালে একেবারে শেষমূহূর্তে সিনেমায় কাটছাঁট!

Homebound cleared with 11 cuts, certain dialogues muted
Published by: Sandipta Bhanja
  • Posted:September 26, 2025 10:57 am
  • Updated:September 26, 2025 10:57 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের অস্কার দৌড়ে ভারত থেকে নির্বাচিত হয়েছে নীরজ ঘায়ওয়ানের ছবি ‘হোমবাউন্ড’। চব্বিশটি সিনেমাকে পিছনে ফেলে অ্যাকাডেমি পুরস্কারের দৌড়ে এই ছবি। ২৬ সেপ্টেম্বর, শুক্রবার ভারতে মুক্তি পেল ‘হোমবাউন্ড’। তার প্রাক্কালেই এহেন ‘জয়’ যে টিমের উৎসাহের পালে বাড়তি হাওয়া দিয়েছে, তা বলাই বাহুল্য। তবে এবার বলিউড মাধ্যম সূত্রে খবর, মুক্তির প্রাক্কালে একেবারে শেষমূহূর্তে সিনেমায় কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড।

Advertisement

এগারোটি দৃশ্য বদলে দেওয়া ৭৭ সেকেন্ড কমানোর পাশাপাশি এক ক্রিকেট ম্যাচের দৃশ্যেরও ৩২ সেকেন্ড বাদ পড়েছে। জানা গিয়েছে, ‘হোমবাউন্ড’-এর বেশ কিছু দৃশ্য দেখে আগেই আপত্তি তুলেছিল সেন্সর বোর্ডের রিভিউ কমিটি। তবে বেশকয়েকটি দৃশ্য কাটছাঁট করার পর অবশেষে U/A ১৬ প্লাস সার্টিফিকেট ধরিয়ে রিলিজের ছাড়পত্র দেওয়া হয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত সিনেমায়। ছটি দৃশ্যের সংলাপ বদলানোর পাশাপাশি পাঁচ সেকেন্ডের একটি সংলাপ পুরোপুরি ছেঁটে ফেলা হয়েছে। পুজো করার দৃশ্যেও কাঁচি চলেছে। সিনেমা শুরুর ২১ মিনিটের মাথায় একটি সংলাপ ‘মিউট’ করা হয়েছে। কাটছাঁট করে সবশেষে ছবির দৈর্ঘ্িয দাঁড়িয়েছে ১২২ মিনিটে অর্থাৎ ২ ঘণ্টা ২ মিনিটে।

প্রসঙ্গত, ‘হোমবাউন্ড’ ছবিটি এক নিখাদ বন্ধুত্বের গল্প। যেখানে দলিত মেয়ে সুধা ভারতীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। এর সেই চরিত্রটি নিয়েই সম্প্রতি আপত্তি তোলায় মুখ খোলেন পরিচালক নীরজ ঘায়ওয়ান। তিনি বলেন, নীরজ জানান, “মানুষ প্রায়ই আমাকে জিজ্ঞাসা করেন, কেন জাহ্নবী কাপুরকে দলিত চরিত্রে বেছে নেওয়া হল? আসলে আমাদের দেশে তো সর্বস্তরের মানুষ রয়েছে। আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে, অভিনেতা হিসেবে দক্ষ হওয়ার পাশাপাশি চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে তুলে ধরার খিদে কার মধ্যে রয়েছে?” ‘হোমবাউন্ড’ ছবিতে জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন ঈশান খট্টর, বিশাল জেঠওয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ