Advertisement
Advertisement
War 2

দু’দিনেই ১০০ কোটির ঘরে, ‘ওয়ার ২’- সাফল্যে দর্শককে ধন্যবাদ হৃতিক-কিয়ারা-জুনিয়র এনটিআরের

ধন্যবাদ জানিয়ে কী বললেন দর্শকদের তিন তারকা?

Hrithik Roshan, jr ntr and kiara advani Reacts To ‘Celebration In Cinema Halls
Published by: Arani Bhattacharya
  • Posted:August 16, 2025 7:23 pm
  • Updated:August 16, 2025 8:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির আগে থেকেই দর্শকমহলে এক আলাদা উন্মাদনা ছিল অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ওয়ার ২’ ঘিরে। আর মুক্তির পর থেকে সেই ছবিকে দর্শক ঠিক কতটা ভালোবাসা দিয়েছেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ১৪ আগস্ট এই ছবি মুক্তির পর থেকে বক্সঅফিসে বিপুল সাফল্য পেয়েছে। আর মুক্তির মাত্র দুই দিনেই ‘ওয়ার ২’ পার করেছে ১০০ কোটির বাণিজ্য। দুই সুপারস্টারকে একসঙ্গে পর্দায় দেখে খুশির জোয়ারে ভেসেছেন অনুরাগীরা। সিনেমাহলের ভিতরে সেলিব্রেশনে মেতেছেন দর্শক। এবার ১০০ কোটির সাফল্য পাওয়ার পর ভক্তদের ধন্যবাদ জানালেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবানি। সোশাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জানিয়ে কী লিখলেন তাঁরা?

Advertisement

এদিন সকল দর্শক ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে হৃতিক লেখেন, ‘কবীরের দুনিয়ায় যুদ্ধ জিতে গেলেও এই ‘যুদ্ধ’ (ওয়ার) চলতে থাকুক। ২০১৯ সালে যে চরিত্রটার সুযোগ আমার জীবনে এসেছিল তা আমাকে একজন শিল্পী ও অভিনেতা হিসাবে আরও বেশি উদ্বুদ্ধ করেছে। তাই সিনেমাহলের ভিতরে আপনাদের কবীরকে নিয়ে এই মাতামাতি, আপনাদের দেওয়া ভালোবাসা আমাকে সত্যিই আপ্লুত করেছে। ‘কবীর’ আমার অভিনীত সব চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য হয়ে থাকবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য।’

অন্যদিকে দর্শককে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন জুনিয়র এনটিআর। ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা আমি প্রত্যক্ষ করছি। বিক্রম চরিত্রকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। যতটা ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন ততটাই ভালোবাসা আপনাদের জন্যও। আমরা অনেকটা পরিশ্রম দিয়ে এই ছবিটা তৈরি করেছিলাম। আপনাদের এতটা ভালোবাসা ও পাশে থাকা আমাদের মনে সাহস জুগিয়েছে।’ একইসঙ্গে দর্শককে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা জে কতটা জোরাল তা দেখেছি ইতিমধ্যেই। দেখেছি আপনাদের আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস সবটাই। আর এগুলোই আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ