সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ২০১৯ সালের হিট ছবি ‘ওয়ার’-এর সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক। যশরাজের স্পাই-ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির অন্যতম ‘ওয়্যার ২’ ছবির জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শক। তার আগে রয়েছে এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার মুক্তির অপেক্ষাও। এবার ট্রেলার মুক্তির দিন ঘোষণা করা হল ছবির টিমের তরফে।
মঙ্গলবার যশরাজ ফিল্মসের সোশাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে ট্রেলার মুক্তির দিন ঘোষণা করা হয়। আগামী ২৫ জুলাই মুক্তি পাবে এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার। কিন্তু ২৫ তারিখকেই কেন বেছে নেওয়া হল এই ছবির ট্রেলার লঞ্চের জন্য? আসলে চলতি বছরেই নিজেদের অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করবেন হৃতিক ও এন টি আর দু’জনেই। তাঁদের এই জার্নি উদযাপন করতেই যশরাজ ফিল্মসের তরফে ২৫ তারিখকেই বেছে নেওয়া হয়েছে ট্রেলার প্রকাশ্যে আনার জন্য। এদিন যশরাজ ফিল্মসের পোস্টেই সে কথা জানানো হয়েছে।
View this post on Instagram
হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবানি অভিনীত এই ছবির পরতে পরতে রয়েছে অ্যাকশন ও থ্রিলার। ইতিমধ্যেই টিজারে ফুটে উঠেছে ছবির বেশ কিছু ঝলক। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে এই ছবি। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি। উল্লেখ্য, ‘ওয়্যার ২’ ছবির হাত ধরেই বলিউডে অভিষেক ঘটতে চলেছে এনটিআরের। অন্যদিকে মা হওয়ার পর কিয়ারা আডবানির এটিই হতে চলেছে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.