সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুয়েক আগে বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যেত, সোহেল খান ও সীমা সচদেবের ডিভোর্সের নেপথ্যে নাকি হুমা কুরেশি! সেসময়ে ‘ঘরভাঙানি’ কটাক্ষও শুনতে হয় হুমাকে। কিন্তু কটাক্ষ, সমালোচনার মুখে ‘টুঁ’ শব্দটি করেননি অভিনেত্রী। এবার চুপিসারেই বলিউডের অভিনয় প্রশিক্ষকের সঙ্গে আংটিবদল করে বাগদান সারলেন হুমা কুরেশি! যদিও অভিনেত্রীর তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে জল্পনার সূত্রপাত তাঁদের ঘনিষ্ঠ এক বন্ধুর পোস্ট থেকেই।
কার বাগদত্তা হলেন হুমা? কৌতূহল অস্বাভাবিক নয়! বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাক্টিং কোচ রচিত সিংয়ের সঙ্গে সম্প্রতি আংটিবদল করেছেন অভিনেত্রী। আর বলিপাড়ায় সেখবর চাউর হয়েছে উভয় পক্ষের ঘনিষ্ঠ বন্ধু আকাসা সিংয়ের তরফে। আকাশা তাঁর ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই রচিত এবং হুমাকে রং মিলান্তি কালো পোশাকে দেখা গেল। তবে জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করার নেপথ্যে আকাসার লেখা ক্যাপশন। কী রয়েছে তাতে? ছবির একেবারে উপরে লেখা- “তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। আজকের রাতটা দারুণ কাটুক।” সেই ছবিতেই মধ্যমণি হুমা কুরেশির হাতের আঙুলে উঁকি দিচ্ছে হিরের আংটি। এর পর দুয়ে দুয়ে ‘চার’ করতে আর বাকি নেই বলিউডের কারও।
গুঞ্জন, দীর্ঘদিন ধরেই বলিউডের অ্যাক্টিং কোচ রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন হুমা কুরেশি। প্রিয় বন্ধু সোনাক্ষী-জাহিরের বিয়ের রিসেপশনেও রচিতের সঙ্গে রং মিলান্তি পোশাকে এসেছিলেন হুমা। সেছবিও পাপারাজ্জিদের লেন্স এড়ায়নি। এবার প্রশ্ন কে এই রচিত সিং? জানা গিয়েছে, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল থেকে অনুষ্কা শর্মা, সইফ আলি খানের মতো তাবড় তারকাদের অভিনয় প্রশিক্ষণ দিয়েছেন রচিত। রবিনা ট্যান্ডনের ‘কর্মা কলিং’ সিরিজেও অভিনয় করেছেন তিনি। তারকাদের সেই অভিনয় শিক্ষকের সঙ্গেই এবার হুমার বাগদান সারার গুঞ্জনে তোলপাড় বলিউড!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.