Advertisement
Advertisement
Idhika Paul Projapati 2

বড় চমক, ‘প্রজাপতি ২’ ছবিতে দেবের বিপরীতে ইধিকাই ‘নায়িকা’!

লন্ডনে দেবের শুটিংয়ের ফাঁকেই বড় খবর!

Idhika Paul joins Projapati 2 casting
Published by: Sandipta Bhanja
  • Posted:July 14, 2025 2:08 pm
  • Updated:July 14, 2025 2:10 pm   

শম্পালী মৌলিক: দীর্ঘদিন ধরেই ‘প্রজাপতি ২’ ছবির শুটিং নিয়ে বহু জল্পনা-কল্পনা। বিশেষ করে নায়িকার চরিত্র নিয়ে! দিন কয়েক আগেই জানা গিয়েছে, টেলিপর্দার নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডুকে এই ছবিতে দেখা যাবে। বলা ভালো, ‘প্রজাপতি ২’-এর সুবাদেই বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন জ্যোতির্ময়ী। তবে ‘সেকেন্ড ফিমেল লিড’ হিসেবে কাকে দেখা যাবে? সেই নিয়ে জল্পনা ছিল বিস্তর। এবার টলিউডের অন্দরে জব্বর খবর! শোনা যাচ্ছে, ‘প্রজাপতি ২’তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন ইধিকা পাল।

Advertisement

বর্তমানে লন্ডনে জোরকদমে চলছে ‘প্রজাপতি ২’ ছবির শুটিং। পরিচালক অভিজিৎ সেনের ফ্রেমে বাবা-ছেলের চরিত্রে ধরা দিয়েছেন দেব-মিঠুন। এবারের গল্পে সম্ভবত টলিউড সুপারস্টারকে লন্ডনে কর্মরত এক চরিত্রে দেখা যাবে। তেমনই গুঞ্জন। সিনেমার এক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘একেনবাবু’ অনির্বাণ চক্রবর্তী, সেই খবরও সংবাদ প্রতিদিন ডট ইন-এ দিন দুয়েক আগে প্রকাশিত হয়েছিল। এবার খবর, তৃতীয়বারের জন্য দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন ইধিকা পাল। ‘খাদান’ কিশোরীর সঙ্গে টলিউড সুপারস্টারের পর্দার সমীকরণ ইতিমধ্যেই দর্শক-অনুরাগীদের মন কেড়েছে। এবার ‘প্রজাপতি ২’-এর পালা। তবে উল্লেখ্য, সিনেমার বাকি টিম লন্ডনে উড়ে গেলেও ইধিকা পালের অংশটি শুট হবে কলকাতেই। এবার দেখার এই ছবিতে কোন চমক দিতে চলেছেন নির্মাতারা?

Idhika-Khadaan

‘প্রজাপতি ২’-এর শুটের জন্য গতসপ্তাহেই মা-বাবাকে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন দেব। তার পর থেকেই শুটের অবসরে একের পর এক ছবি দিয়ে নেটপাড়ায় শোরগোল ফেলে দিচ্ছেন টলিউড সুপারস্টার। প্রসঙ্গত, তেইশ সালে দেব-মিঠুনের ‘প্রজাপতি’ ছবিকে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা। লক্ষ্মীলাভও ভালোই হয়েছিল। চলতি বছর সরস্বতী পুজোর দিন সিক্যুয়েলের ঘোষণা করেন অতনু রায়চৌধুরী। তখনই জানা গিয়েছিল, চলতি বছরেরই জুন মাসে মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে শুটিং হবে। আর ডিসেম্বর মাসে বড়দিনে প্রেক্ষাগৃহে আসবে ‘প্রজাপতি ২’। অতঃপর পুজোয় ‘রঘু ডাকাত’-এর হুঙ্কারের পর যে বড়দিনের বক্স অফিসেও দেবের দৌড়াত্ম্য চলবে, এমনটা আন্দাজ করাই যায়। কারণ দেব-মিঠুন জুটির ম্যাজিক ইতিমধ্যেই সুপারহিট। এরমধ্যেই কাস্টিংয়ে ইধিকা পালের চমক!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ