সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইধিকা পাল। তিনি দুই বাংলার দুই মেগাস্টারের নায়িকা। যে ছবিতে হাত দিচ্ছেন, বক্স অফিসে তাতেই সোনা ফলছে। টলিউডে কানাঘুষো, তিনি নাকি ‘লাকি চার্ম’। বর্তমানে অভিনেত্রী যখন ‘রঘু ডাকাত’ টিমের সঙ্গে উত্তরবঙ্গে পুজো রিলিজের প্রচারে ব্যস্ত, তখন সেই আবহেই ইধিকার ‘ছাউ’ উচ্চারণ নিয়ে নেটভুবন তোলপাড়! গ্রামবাংলার ‘ছৌ’ নাচের উচ্চারণ বিভ্রাটের জেরে অহর্নিশি কটাক্ষের শিকার হতে হচ্ছে দেবের নায়িকাকে। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন ‘রঘুর সৌদামিনী’ ইধিকা পাল।
‘বহুরূপ’-এর প্রচারে অভিনেত্রীর সাম্প্রতিক এক সাক্ষাৎকার নিয়ে শুরু হয়েছে জোর চর্চা! নেটপাড়ার নীতিপুলিশেরা মনে করিয়ে দিয়েছেন, ‘বর্তমানে যখন রাজ্যজুড়ে বাঙালি অস্মিতায় শাণ দেওয়া হচ্ছে, তখন বাঙালি অভিনেত্রীর মুখেই এহেন বিকৃত উচ্চারণ।’ ইধিকাকে নিয়ে নেটভুবনজুড়ে রীতিমতো ট্রোল-মিমের বন্যা। তবে বিতর্ক বাড়লেও তাতে আমল দিতে নারাজ অভিনেত্রী। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে এপ্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। ইধিকার দাবি, “ওই নাচের ফর্মটিকে ইংরেজিতে যেভাবে উচ্চারণ করা হয়, সেভাবেই সাক্ষাৎকারে বলেছিলাম। এবার যদি কেউ ভাবেন, সাক্ষাৎকারটি বাংলায় ছিল বলে পুরোটা বাংলাতেই কথা বলতে হবে…। মাঝে কিছু চলতি ইংরেজি শব্দ ব্যবহার করলে, এত সমস্যা তৈরি হওয়ার কথা তো নয়। এটা নিয়ে সত্যিই কিছু বলার নেই!” এককথায়, চলতি উচ্চারণ বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ ইধিকা পাল।
লিপর্দা থেকে উত্থান হলেও স্বল্প দৈর্ঘ্যের অভিনয় কেরিয়ারে বড়পর্দায় একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন ইধিকা। কখনও তিনি বাংলাদেশের ‘প্রিয়তমা’, আবার কখনও বা এপার বাংলার ‘কিশোরী। ‘খাদান’ ছবির পরও দেবের বিপরীতে আরও দুই সিনেমার মুখ্য চরিত্রে তিনি। প্রথমত, ‘রঘু ডাকাত’ এবং দ্বিতীয়ত, ‘প্রজাপতি ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকাকে। রোম্যান্টিক নায়িকার খোলস ছেড়ে ইতিমধ্যেই অভিনেত্রী হিসেবে নিজের ভাগ্য নির্ধারণ করতে ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল। সম্প্রতি সোহম চক্রবর্তীর বিপরীতে তাঁকে দেখা গিয়েছে ‘বহুরূপ’ ছবিতেও। সেই সিনেমার প্রচারেই এক সাক্ষাৎকারে ‘ছৌ’ নাচ শেখার অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে গিয়ে একাধিকবার ‘ছাউ’ উচ্চারণ করতে শোনা যায় তাঁকে। এরপরই ইধিকাকে নিয়ে তোলপাড় নেটপাড়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.