সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মধ্যরাত ১.৪৪ মিনিট। ভারতের অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গেল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয় জঙ্গিঘাঁটি। শোধরানোর হুঁশিয়ারি আগেই দিয়েছিল ভারত সরকার। এবার কোনওরকম রেয়াত না করে পালটা এয়ার স্ট্রাইকে জবাব ছুঁড়ল। পহেলগাঁও হামলার এহেন প্রত্যাঘাতে স্বাভাবিকভাবেই আমজনতার মতো ভারতীয় বিনোদুনিয়ার তারকারাও খুশি। ইতিমধ্যেই ভারতীয় সেনাজওয়ানের জয়গান গেয়ে উল্লাস প্রকাশ করেছেন বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির তারকারা। এবার যুদ্ধের আবহে মোদির পাশে থাকার বার্তা দিয়ে হুঙ্কার ছাড়লেন রজনীকান্ত, কঙ্গনা রানাউত এবং সুনীল শেট্টি।
পহেলগাঁও হামলার পরই মোদি সরকারের তরফে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, প্রমাণ সমেত দিন পনেরোর সময়ও দেওয়া হয়েছিল শাহবাজ সরকারকে। তবে এমতাবস্থায় ইসলামাবাদের কোনও হেলদোল না দেখে শেষমেশ মঙ্গলবার মধ্যরাতে পাক মদতপুষ্ট জঙ্গিঘাঁটিতে অপারেশন সিঁদুর আছড়ে পড়ে। এহেন সাহসী পদক্ষেপের জন্য মোদিকে কুর্নিশ জানিয়েছেন পরেশ রাওয়াল, অনুপম খেররা। এবার রজনীকান্ত সাফ জানিয়ে দিলেন, ‘যোদ্ধার লড়াই শুরু হল। মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না। মোদিজি গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে।’
OPERATION SINDOOR: ZERO TOLERANCE TO TERROR
The Indian Armed Forces launched a precision mission, Operation Sindoor; 9 terror camps across Pakistan and Pakistan-occupied Jammu & Kashmir neutralized.
— Kangana Ranaut (@KanganaTeam)
সদ্য মোদির ডাকে সাড়া দিয়ে ওয়েভ সামিটে শামিল হয়েছিলেন রজনীকান্ত। দেশের বিনোদুনিয়ায় আন্তর্জাতিক লগ্নী আনতে মোদি সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছিলেন দাক্ষিণাত্যভূমের মেগাস্টার। এবার অপারেশন সিঁদুরেও প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানিয়ে কলম ধরলেন রজনীকান্ত। এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানালেন কঙ্গনা রানাউতও। জঙ্গিঘাঁটি নিকেসের হিসেব দিয়ে সাংসদ-অভিনেত্রীর সাফ কথা, ‘সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স।’ ২২ এপ্রিল পহলেগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার পর নরেন্দ্র মোদি যে হুঁশিয়ারি দেগেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে, সেই ঝলক দেখিয়ে কঙ্গনা মনে করিয়ে দিলেন, প্রধানমন্ত্রী কথা রেখেছেন। অন্যদিকে অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে সুনীল শেট্টির কণ্ঠেও একসুর। তাঁর মন্তব্য, ‘সন্ত্রাসকে কোনওভাবে রেয়াত নয়। এবার ন্যায়বিচার হল।’ বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডের এমন যোগ্য জবাবে খুশি সামান্থা রুথ প্রভুও।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.