সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কুড়ি দিন ধরে তিনি পোস্ট করেছেন শূন্যতা! টানা ‘ব্ল্যাঙ্ক পোস্ট’ করার পর রবিবার সকালে মৌন অবস্থান থেকে বেরিয়ে এসে পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুর নিয়ে প্রতিক্রিয়া জানালেন অমিতাভ বচ্চন। নিজের সুপারহিট ছবি ‘অগ্নিপথ’ ছবির বিখ্যাত সংলাপ তুলে ধরলেন বিগ বি।
হিন্দিতে লেখা ওই দীর্ঘ পোস্টে অমিতাভ উল্লেখ করেছেন পহেলগাঁওয়ের ভয়ংকর ঘটনার কথা। এবং তা কীভাবে অপারেশন সিঁদুরের জন্ম দিল সেকথাও লেখেন। আর তারপর তুলে ধরেছেন তাঁর বাবা কবি হরিবংশ রায় বচ্চনের লেখা পঙক্তি। ওই পঙক্তি ‘অগ্নিপথ’ ছবিতেও ব্যবহৃত হয়েছিল। আর তা হল ‘তু না থামে গা কভি, তু না মুড়েগা কভি, তু না ঝুকেগা কভি/ কর শপথ, কর শপথ, কর শপথ! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!’
T 5375 –
छुट्टियाँ मानते हुए, उस राक्षस ने, निर्दोष पति पत्नी को बाहर खींच कर, पति को नग्न कर, उसके धर्म की पूर्ति करने के बाद , उसे जब गोली मारने लगा, तो पत्नी ने, घुटने पे गिर कर, रो रो अनुरोध करने के बाद भी, की उसके पति को न मारो ; उसके पति को उस बुज़दिल राक्षस ने, बेहद…— Amitabh Bachchan (@SrBachchan)
প্রসঙ্গত, ২২ এপ্রিল শেষবার এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন অমিতাভ। কিন্তু পহেলগাঁও হামলা ঘটে যাওয়ার পর থেকেই তিনি কেবলই ফাঁকা পোস্ট করতে থাকেন। যাকে ঘিরে কৌতূহলও তৈরি হয়েছিল। অবশেষে ওই জঙ্গি হামলা নিয়ে তীব্র নিন্দা করে পোস্ট করতে দেখা গেল তাঁকে। এর আগে আমির খান, সইফ আলি খান, রণবীর সিং, সিদ্ধার্ত মালহোত্রা, জাহ্নবী কাপুর, কঙ্গনা রানাউত, রজনীকান্ত, মামুট্টি, ইমরান হাসমির মতো বহু অভিনেতা-অভিনেত্রীকেই ওই ঘৃণ্য জঙ্গি হামলা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়। বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিকেল ৫টা ৪২ নাগাদ এক্স হ্যান্ডেলে লেখেন, “গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।” পরে ভারত ও পাকিস্তানের তরফেও বিষয়টি নিয়ে বিবৃতি দেওয়া হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.