সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে আবারও স্বপ্নভঙ্গ ভারতের। ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ভারতীয় ছবি এবং ওয়েব সিরিজের হাত থেকেই শেষমেশ ফসকে গেল সেরার ট্রফি।
শুক্রবার লস অ্যাঞ্জেলসে বসেছিল ৩০তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের আসর। যেখানে সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে মনোনীত ছিল ভারতীয় ছবি অল উই ইম্যাজিন অ্যাজ লাইট। যে ছবিটি জায়গা করে নিয়েছিল অস্কারের বাছাই পর্বেও। সেখান থেকে ছিটকে যাওয়ার পর এবার লস অ্যাঞ্জেলসের মঞ্চেও স্বপ্নভঙ্গ। পায়েল কাপাডিয়ার ছবিকে পিছনে ফেলে এই ক্যাটাগরিতে সেরার শিরোপা পেয়েছে স্প্যানিশ ভাষার মিউজিক্যাল ক্রাইম ছবি এমিলিয়া পেরেজ। সেরার পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছবির পরিচালক জ্যাকস অডিয়ার্ড।
উল্লেখ্য, এই স্প্যানিশ ছবির কাছেই গোল্ডেন গ্লোব পুরস্কার মঞ্চে পরাস্ত হয়েছিল পায়েলের সিনেমা। তবে গত বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় ছবি হিসেবে গ্রাঁ প্রি জিতে ইতিহাস গড়েছিল অল উই ইম্যাজিন অ্যাজ লাইট। এছাড়াও এই ছবির ঝুলিতে এসেছে এশিয়া পেসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের মঞ্চে জুরি গ্র্যান্ড প্রাইজ, গোথাম অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক ফিচার এবং নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেলে সেরা আন্তর্জাতিক ছবির পুরস্কার।
One of the most racist films in recent years: ‘El Mal’ from ‘Emilia Perez’ wins Best Song Composed for a Film at the 2025 Critics Choice Awards
— Loki (@TheLokiLad)
এদিকে, টেলিভিশন ক্যাটাগরির সেরা বিদেশি ভাষার সিরিজে মনোনীত হয়েছিল বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথপ্রভা অভিনীত সিটাডেল: হানি বানি। আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাওয়া এই সিরিজ দর্শকদের মনে জায়গা করে নিলেও পুরস্কার মঞ্চে প্রত্যাশা পূরণ করতে পারল না। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া স্কুইড গেম-এর কাছে হার মানল ভারতীয় সিরিজটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.