Advertisement
Advertisement
Deepika Padukone

অবিকল যেন দীপিকা পাড়ুকোন! বাঙালি মেয়ের ছবি দেখে শোরগোল নেটদুনিয়ায়

সোশ্যাল মিডিয়ায় রাতারাতি নজর কাড়লেন কলকাতার এই মেয়ে।

internet has found Deepika Padukone's doppelganger | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 15, 2022 1:44 pm
  • Updated:July 15, 2022 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশ্চর্য মিল। সেই চাহনি, সেই হাসি, সেই লম্বা গলা। কে বলবে, ইনি বলিউডের দীপিকা পাড়ুকোন নন, বরং কলকাতার মেয়ে ঋজুতা ঘোষ!

Advertisement

ঋজুতার ইনস্টাগ্রামে উঁকি মারুন। দেখবেন একের পর এক ছবিতে ঋজুতা যেন একেবারেই দীপিকা (Deepika Padukone)। কলকাতার মেয়ে ঋজুতা পেশায় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা চোখে পড়ার মতো। ঋজুতার অনুরাগীরাই ভাইরাল করেছেন তাঁর ছবি। যেখানে ঋজুতাকে একেবারে লাগছে দীপিকার মতোই।

দীপিকার সঙ্গে চেহারার মিলের কথা নিজেও জানেন ঋজুতা । আর তাই তো অভিনেত্রীর মতো সেজে একের পর এক ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ঋজুতার ফলোয়ার সংখ্যা ৪৯.৭ হাজার। তাই ঋজুতা ছবি পোস্ট করলে, ভাইরাল হতে বেশি সময় নেয় না। ঠিক এভাবেই রাতারাতি নেটিজেনদের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় দীপিকা পাড়ুকোন হয়ে উঠলেন বাঙালি কন্যা ঋজুতা । নেটিজেনদের একাংশ তো ঋজুতাকে অভিনয় করার কথাও বলছেন। অনেকে আবার খুঁজছেন ঋজুতার রণবীর সিংকে! 

[আরও পড়ুন: এবার বলিউডে যশ দাশগুপ্ত, কার সঙ্গে জুটি বাঁধছেন নুসরত প্রেমিক?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বলিউড স্টারদের সঙ্গে সাধারণ মানুষদের চেহারার মিল এই প্রথম নয়। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে দেখতে পাওয়া যায় আলিয়া ভাট, শাহরুখ খান, করিনা কাপুর, সলমন খানের মতো বলিউডের নামজাদা অভিনেতাদের ‘লুক আ লাইক’। এমনকী, ঐশ্বর্য রাই বচ্চনের মতো দেখতে হওয়ার কারণে সলমনের হাত ধরে বলিউডে পা দিয়েছিলেন অভিনেত্রী স্নেহা উলাল। শুধু তাই নয়, ক্যাটরিনার মতো দেখতে হওয়ায় সলমন বলিউডের পর্দায় নিয়ে এসেছিলেন অভিনেত্রী জারিন খানকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ললিত মোদিকেই কি বিয়ে করছেন সুস্মিতা? মুখ খুললেন বাবা ও ভাই]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement