Advertisement
Advertisement
Ismail Darbar Gauahar Khan

‘বউমাকে সাহসী দৃশ্যে দেখব, এত উদার নই’, গওহরের কাজ বন্ধ করায় বিতর্কে ‘নারীবিদ্বেষী’ ইসমাইল দরবার

'স্ত্রী আমার জুতোর ফিতে বেঁধে দেয়...', ইসমাইলের মন্তব্যে বিতর্কের ঝড়!

Internet slams Ismail Darbar for 'misogynistic’ comment on Gauahar
Published by: Sandipta Bhanja
  • Posted:October 9, 2025 2:42 pm
  • Updated:October 9, 2025 5:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দার জনপ্রিয় মুখ গওহর খান। তবে বিয়ের পর থেকেই বলিউডি লাইমলাইটের থেকে শতহস্ত দূরে তিনি। যে অভিনেত্রী একসময়ে আইটেম ডান্স, সঞ্চালনায় ঝড় তুলে দিয়েছিলেন, তাঁকে এখন আর সিরিয়াল, সিনেমা-সিরিজে পাওয়া যায় না। বরং ইসমাইল দরবারের ছেলের সঙ্গে ঘরকন্নায় মন দিয়েছেন তিনি। উপরন্তু মা হিসেবে বর্তমানে দায়িত্বও বেড়েছে। সংসারই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান বর্তমানে। কিন্তু সিনেদুনিয়া থেকে আচমকাই ‘ধূমকেতু’র মতো উবে গেলেন কেন গওহর খান? এতদিনে ফাঁস করলেন শ্বশুর তথা স্বনামধন্য সঙ্গীতজ্ঞ ইসমাইল দরবার।

Advertisement

ইসমাইলের সাফ কথা, “বউমাকে টিভির পর্দায় খোলামেলা দৃশ্যে দেখতে পারবনা । এত উদার আমরা নই। আমাদের পরিবারও নয়। এখনও আমাদের বাড়িতে সাহসী দৃশ্য এলেই টিভির চ্যানেল পরিবর্তন করে দেওয়া হয়। তাই গওহরকে কোনও অন্তরঙ্গ দৃশ্যে আমি দেখতে চাই না। কারও ও এখন আমাদের পরিবারের সদস্য। ওর ভাবমূর্তি রক্ষা করার দায়িত্বও আমাদেরই। কিন্তু আমি তো গওহরকে কাজ করতে বাধা দিতে পারি না। কারণ ওকে কিছু বলার এক্তিয়ার আমার নেই। বরং ছেলে জায়েদেরই অধিকার রয়েছে গওহরকে কিছু বলার।” সুরকারের সংযোজন, “আমি ওরকম কোনও দৃশ্যে ওকে দেখতে চাই না, আমি হয়তো সেটা সহ্য করতে পারব না। আর আমার যদি খারাপ লাগে, আমি ছেড়ে কথা বলব না!” এরপরই ইসমাইল দরবার নিজের দ্বিতীয় স্ত্রী সম্পর্কে যে কথা বললেন, তাতেই ‘নারীবিদ্বেষী’ তকমা জুটল সুরকারের কপালে!

ঘরে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আয়েশাকে বিয়ে করেছিলেন ইসমাইল। এবার তাঁকে নিয়েই সুরকারের মন্তব্য, “বিয়ের পর আমার স্ত্রী আয়েশা পুরোপুরি কাজ বন্ধ করে দেয়। সেসময় মাসে ৫ লক্ষ টাকা রোজগার করত ও। তবে আমার মনে হয়, কাজ ছেড়ে দেওয়াটা ওর নেওয়া সেরা সিদ্ধান্ত।” ইসমাইলের সঙ্গে সংসার করতে আয়েশা নিজের কেরিয়ার বিসর্জন দিয়েছেন। সুরকার এও জানান যে, “আয়েশা আজও আমাকে পোশাক পরিয়ে দেয়। জুতোর ফিতে বেঁধে দেয়।” এমনকী স্বেচ্ছাতেই আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেও জানান তিনি। স্ত্রী-বউমাকে নিয়ে ইসমাইল দরবারের এহেন মন্তব্য ভাইরাল হতেই নেটপাড়ায় নিন্দার ঝড়! বলিউডের জনপ্রিয় সুরকারকে একাংশ ‘নারীবিদ্বেষী’ বলেও কটাক্ষ করেছেন। কারও মন্তব্য, আপনার ছেলে জায়েদই বা কে গওহরকে আটকানোর? কারও কটাক্ষ, আপনার পর পরিবারে বউমা গওহর ছাড়া তো কারও জনপ্রিয়তাই নেই, ও কাজ না করলে সংসার চলবে কী করে? কেউ বা আবার ‘পিতৃতান্ত্রিক মানসিকতা’র জন্য ইসমাইল দরবারকে আক্রমণ করলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ