সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চার দশকের স্বর্ণালী সফরে এবার যতিচিহ্ন পড়তে চলেছে। ১৯৮১ সালে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান তুলে পথ চলা শুরু করেছিল MTV। বিগত ৪৪ বছর ধরে বিশ্বজুড়ে রাজত্ব করেছে এই সংস্থার মিউজিক চ্যানেলগুলি। এযাবৎকাল সঙ্গীতদুনিয়ার দিকপালদের কাছে ‘এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড’ মানেই ছিল এক মহাসম্মান। তবে এবার সেই পথ চলার সমাপ্তি ঘটতে চলেছে।
প্যারামাউন্ট গ্লোবালের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে MTV Hits, MTV 80s, MTV 90s-সহ তাঁদের একাধিক মিউজিক চ্যানেল বন্ধ করা হবে। তবে এমটিভি অনুরাগীদের জন্য সুখবর! কারণ নতুন বছরে এই মিউজিক চ্যানেলগুলিকে নতুন মোড়কে শ্রোতা অনুরাগীদের কাছে তুলে ধরতে চাইছেন তাঁরা। চ্যানেলের নেটওয়ার্ক পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্বের কথা মাথায় রেখেই কর্তৃপক্ষের তরফে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও মিউজিক চ্যানেলগুলি বন্ধ হলেও MTV HD চলবে স্বমহিমায়। অর্থাৎ সংশ্লিষ্ট চ্যানেলের জনপ্রিয় রিয়ালিটি শোগুলিও দেখতে পাবেন দর্শক।
প্রসঙ্গত, দর্শক-শ্রোতামহলের অনেকেই বর্তমানে টেলিভিশনের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে বেশি ঝুঁকছেন। বিশেষ করে কোভিড পরবর্তী অধ্যায়ে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির রমরমা। শ্রোতাদের পছন্দের তালিকায় ইউটিউব, স্পটিফাই,জিও সাভন, অ্যাপেল মিউজিকের মতো চ্যানেলগুলি রাজত্ব করছে। ফলত, এমটিভি’র দর্শকসংখ্যায় এখন অনেকটাই ভাঁটা পড়েছে। আর সেই প্রেক্ষিতেই ধুকতে থাকা চ্যানেলগুলোকে শেষপর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্বের অগণিত শ্রোতাদের মন খারাপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.