Advertisement
Advertisement
Isha Saha

প্রথা ভেঙে সাদা শাড়িতেই ‘বউ’ বেশে ইশা! ব্রাহ্ম মতে কার সঙ্গে বিয়ে সারলেন?

বৈদিক মন্ত্রোচ্চারণ, আল্পনা, রবীন্দ্রসঙ্গীতে জমল বিয়ের আসর।

Isha Saha's bridal look in Bohurupi's new collection Saptapadi
Published by: Sandipta Bhanja
  • Posted:May 11, 2024 7:11 pm
  • Updated:May 11, 2024 7:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সাদামাটা সুতোর কাজ করা শাড়ি। গলায় জমকালো নেকলেস। মাথায় সাজানো টিকলি, আর মসলিনের সাদা ওড়নাতেই কনে সাজলেন ইশা সাহা (Isha Saha)। চিরাচরিত সানাই-নহবৎ নয়, বরং রবীন্দ্রসঙ্গীত আর বৈদিক মন্ত্রোচ্চারণে জমল বিয়ের আসর। ব্রাহ্ম মতেই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী ইশা! কার সঙ্গেই বা তাঁর শুভ পরিণয় সম্পন্ন হল?

Advertisement

এই ছক ভাঙা বিয়ের নেপথ্যে আসলে ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। যিনি কিনা বর্তমানে টলিউডের পাশাপাশি মুম্বইতেও কাজ করছেন। যাঁর ডিজাইন করা পাঞ্জাবিতে মুগ্ধ খোদ ‘নবাব’ সইফ আলি খান। সেই অভিষেকই লঞ্চ করলেন তাঁর নতুন বিয়ের কালেকশন। যার নাম ‘সপ্তপদী’। অর্থাৎ সাত পাকে বাঁধা। সেই সম্ভার উদ্বোধনের জন্যই এহেন অভিনব কাণ্ড! মিউজিক ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে আনা হল
অভিষেকের নতুন কালেকশন ‘সপ্তপদী’। যেখানে ছকভাঙা বধূবেশে দেখা গেল ইশা সাহাকে। আর ভিডিওতে বরের বেশে ধরা দিলেন গৌরব রায় চৌধুরিকে। জানা গিয়েছে, এই অনুষ্ঠানের জন্যই এক নামী গয়না প্রস্তুতকারক সংস্থাও জুটি বেঁধেছে অভিষেক রায়ের বহুরূপীর সঙ্গে।

[আরও পড়ুন: কেন আজও ‘আইবুড়ো’ ঋ? শুধু রচনার কাছেই বিয়ে না করার কারণ ফাঁস করলেন অভিনেত্রী]

ব্রাহ্ম বিয়ের আসরে গান গেয়েছেন ইমন চক্রবর্তী, দুর্নিবার সাহারা। সঙ্গীত আয়োজনের নেপথ্যে রথিজিৎ ভট্টাচার্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বস্তিকা দত্ত, গৌরব-দেবলীনা, স্বস্তিকা মুখোপাধ্যায়রা। বাঙালি বিয়েতে কনের সাজ মানেই লাল টুকটুকে বেনারসি। লাল চেলি। কপালে চন্দন। আর গা ভরতি সোনার গয়না। পানপাতায় ঢাকা কনের মুখ! তবে চিরাচরিত ধ্যানধারণাকে ভেঙে দিয়ে সাদা শাড়ি আর রুপোলি চেলিতে গতবছরই অভিনেত্রী শ্রুতি দাসকে তাঁর বিয়েতে সাজিয়েছিলেন অভিষেক রায়। এবার ‘ব্রাহ্ম’ বিয়ের আসর তৈরি করে সাদা শাড়িতে সাজালেন ইশা সাহাকে।

[আরও পড়ুন: শোভন-সোহিনীর বিয়ের চর্চার মাঝেই স্বস্তিকা-ইমনের দেখা, ‘এক্স-কে নিয়ে গসিপ?’, প্রশ্ন নেটপাড়ার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ