Advertisement
Advertisement
Raktabeej 2

‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’, গানের ছত্রে ছত্রে সাবধানবাণী, কোন প্রেক্ষাপটে বোনা হল ‘রক্তবীজ ২’র আইটেম সং?

'রক্তবীজ ২' ছবি যে অন্য বার্তা বয়ে নিয়ে আসবে সেকথা বলাই বাহুল্য।

Item song of Raktbeej 2 touches upon socio political issues between India and bangladesh featuring Nusrat Jahan
Published by: Arani Bhattacharya
  • Posted:August 22, 2025 1:35 pm
  • Updated:August 22, 2025 3:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে মুক্তি পেয়েছে পুজোর ছবি ‘রক্তবীজ ২’র (Raktabeej 2) আইটেম সং ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে এসো না’। এই আইটেম সংয়ে বিশেষভাবে নজর কেড়েছেন অভিনেত্রী নুসরত জাহান। বলিউডের বহু আইটেম সংকে ‘রক্তবীজ’র এই গান বলে বলে গোল দেবে। কিন্তু বিনোদনের মোড়কে আরও যা তুলে ধরা হয়েছে তা হল দুই দেশের মধ্যে অর্থাৎ ভারত-বাংলাদেশের মধ্যেকার সাম্প্রদায়িকতা। যা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক।

Advertisement

আর এই অদ্ভূত সমাপতনের সাক্ষী হল আপামর বাংলা ছবির দর্শক এমন এক দিনে যেদিন বঙ্গে তিন-তিনটি মেট্রো রেলের উদ্বোধনের মাধ্যমে ছাব্বিশের ভোটের খুঁটিপুজো সারবেন। শুধু কি তাই? একইসঙ্গে এবারের ভোটপুজোর প্রধান থিম ‘বেআইনি অনুপ্রবেশ’। আর তা নিয়েই রীতিমতো ছবি বুনেছেন টলিউডের হিট পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। নুসরতের মাদকতা মেশানো শরীরী হিল্লোলের আড়ালে লুকিয়ে রয়েছে আরও অনেক কিছু এই গানে। যা একটু লক্ষ্য করলেই বোঝা যাবে। জঙ্গি, অনুপ্রবেশকারী, একের পর এক ধরপাকড়, এই পরিস্থিতিতে ‘রক্তবীজ ২’ ছবি যে অন্য বার্তা বয়ে নিয়ে আসবে সেকথা বলাই বাহুল্য।

এই গানের ছত্রে ছত্রে যেমন রয়েছে ভরপুর বিনোদন তেমনই রয়েছে এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের মতো তুলে ধরার মতো বিষয়। যা গানের বিভিন্ন জায়গাতেই পরিস্ফুট হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র আন্দোলন ও তারপর শেখ হাসিনার দেশত্যাগ করার মতো বিষয় নিয়ে যখন নানা আলোচনার ঘনঘটা এবং তা এখনও বহমান। শুধু তাই নয় একইসঙ্গে ভারতে জঙ্গি অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ার ঘটনা নিয়ে যখন দিকে দিকে সোচ্চার হচ্ছেন সকলে তখন এই ছবি যে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ঠিক সেরকম সময়েই রক্তবীজ ২ বলবে দুই দেশের মধ্যেকার সম্পর্কের গল্প। এই ছবিতে তা কীভাবে তুলে ধরা হবে তার একটা আন্দাজ ইতিমধ্যেই দর্শক পেয়েছেন। সীমা বিশ্বাস অভিনীত চরিত্রকে দেখে আন্দাজ করা যাচ্ছে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন। এবং পর্দায় তাঁর ও তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আলাপচারিতার মুহূর্ত সামনে এসেছে। আর এখন এই আইটেম সং দুই দেশের কূটনীতি নিয়ে যে আরও বেশি অর্থবাহী দিক তুলে ধরছে তা বললেও খুব একটা ভুল হবে না।

নড়াইলের ভদ্রবিলার চাঁচড়া গ্রামের ঘোষবাড়িতে রাধা-গোবিন্দ মন্দির, ঘাটবাঁধানো পুকুর, বড় দালান, এমন পরিবেশেই শৈশবের বছর পাঁচেক কাটিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রাদেবী। উল্লেখ্য, এর আগে এই ছবির প্রথম গান দর্শকের দরবারে আসার পর সেই জামাই আপ্যায়ণের ঝলক দেখা যায়। গল্পে বাংলাদেশ, পদ্মাপাড়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণবের সাক্ষাৎ থেকে ‘ভিলেন মুনিরে’র উল্লেখ আগেই মিলেছে ‘রক্তবীজ ২’-এর একাধিক ঝলকে। এবার বড়পর্দায় পুরোটা দেখার অপেক্ষা।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ