Advertisement
Advertisement
Jackie Shroff

পঙ্কজ ধীরের স্মরণসভায় পাপারাজ্জিদের দৌরাত্ব্য, মেজাজ হারালেন জ্যাকি শ্রফ

মুম্বইয়ের ইসকন মন্দিরে আয়োজিত হয়েছিল অভিনেতার স্মরণসভা।

Jackie Shroff rebukes paparazzi at Pankaj Dheer’s prayer meet
Published by: Arani Bhattacharya
  • Posted:October 18, 2025 10:18 pm
  • Updated:October 18, 2025 10:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ অক্টোবর প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ধীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অনেক চেষ্টার পরও মারণরোগের সঙ্গে লড়াই জিততে পারেননি তিনি। চলে গিয়েছেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা বলিউড। মুম্বইয়ের ইসকন মন্দিরে আয়োজিত হয়েছিল অভিনেতার স্মরণসভা।

Advertisement

অভিনেতার স্মরণসভায় সেই ইসকন মন্দিরে এসেছিলেন হেমা মালিনী, সলমন খান, জ্যাকি শ্রফ-সহ আরও অনেকেই। হঠাৎই ইসকনের অন্দরে প্রবেশ করতে গিয়ে পাপারাজ্জিদের উপর রীতিমতো চটে যান প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফ। রীতিমতো মেজাজ হারালেন তিনি। এমনিতেই বি টাউনের তারকারা জেখানেই যান না কেন তাঁদের পিছু ছাড়েন না পাপারাজ্জিরা। মাঝেমাঝেই বহু তারকাকে এই কারণে মেজাজ হারাতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়ল অভিনেতা জ্যাকি শ্রফের। এদিন পঙ্কজ ধীরের স্মরণসভায় আসা তারকাদের ছবি ক্যামেরাবন্দি করার জন্যও রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন পাপারাজ্জিরা। আর তাতেই মেজাজ হারান জ্যাকি। বিরক্ত হয়ে তিনি বলেন, “তোমাদের কি বুদ্ধি লোপ পেয়েছে? তোমাদের নিজের পরিবারে এমনটা ঘটলে কেমন লাগত?”

 

বন্ধু-সহকর্মীর মৃত্যুতে এমনিতেই শোকে মুহ্যমান জ্যাকি। শোকপ্রকাশ করে তিনি বলেছেন ,”তিন মাস আগেই দেখা হয়েছিল ওর সঙ্গে। সুস্থ ছিল তখনও। ধারাবাহিকে কাজ করছিল। হঠাৎ করেই যে ও এভাবে চলে যাবে বুঝিনি। এ ক্ষতি পূরণ হওয়ার নয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ