Advertisement
Advertisement
jacqueline fernandez

ঠগ সুকেশের কারণে জীবনে একের পর এক ঝড়, শান্তি খুঁজতে কেদারনাথে জ্যাকলিন

২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ।

jacqueline fernandez in Kedarnath| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 24, 2023 4:02 pm
  • Updated:October 24, 2023 4:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যাকলিনের জন্য জেলে বসেই নবরাত্রির উপোস করেছিলেন ঠগ সুকেশ চন্দ্রশেখর। তবে সুকেশ সারাদিন জ্যাকলিনের নাম জপলেও, জ্যাকলিন কিন্তু একেবারেই এসব পাত্তা দেন না। বরং সুকেশের থেকে পিছু ছাড়ানোর জন্য়ই নানা ফন্দি আঁটেন জ্যাকলিন।

Advertisement

তবে এবার ফন্দি নয়, বরং জীবনে ওঠা ঝড়কে থামাতে এবার কেদারনাথে পৌঁছলেন জ্যাকলিন। তুষারপাতের মধ্য়েই কেদারনাথে পুজো দিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকলিনকে। যদিও এর আগে আদালতে সুকেশ দাবি করে, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন কোনওভাবেই জড়িত নন। বিচারকের সামনে সুকেশ তখন বলেছিল, “জ্যাকলিন এই মামলার অংশ নয়, ওর কোনও চিন্তা নেই। আমি ওকে বাঁচানোর জন্যই এখানে আছি।” যদিও সুকেশ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন জ্যাকলিন। এ বিষয়ে একটিও মন্তব্য খরচ করতে তিনি রাজি নন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: অবশেষে সলমনের ছবির গানে অরিজিৎ, ‘প্রভু’র নাম নিয়েই ‘টাইগার ৩’র যুগলবন্দি]

আপাতত তিহার জেলে বন্দি সুকেশ (Sukesh Chandrashekhar)। সেখান থেকেই জ্যাকলিনকে একের পর এক চিঠি পাঠিয়ে চলেছে। এবার জ্যাকলিনকে বাঘিনী বলে সম্বোধন করে লেখেন, “বেবি প্রথমেই বলি দোহার শোয়ে তোমায় দারুণ হট লাগছিল। আমার বম্মা তোমার থেকে সুন্দর এ পৃথিবীতে আর কেউ নেই।”

এরপরই সুকেশ লেখে, “জীবনে এই প্রথমবার শুধু তোমার জন্য নবরাত্রির ৯ দিন উপোস করব যাতে তুমি ভালো থাকো আর আমাদের চারপাশের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়।” নবরাত্রির নবম দিলে বৈষ্ণো দেবী আর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেবে বলেও জানায় সুকেশ। কঠিন এই সময় কেটে যাবে, এমনটাই বিশ্বাস তার।

[আরও পড়ুন: মুখে ধরা গরম ধুনুচি! কোমরে গোজা আঁচল, নেচে বাজিমাত অভিনেত্রী সুমনা চক্রবর্তীর]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ