Advertisement
Advertisement

‘প্রাক্তন’ এবার বলিউডে, প্রকাশ পেল ট্রেলার

দেখে নিন ছবির ট্রেলার।

Jalebi trailer released
Published by: Bishakha Pal
  • Posted:September 10, 2018 8:53 pm
  • Updated:September 10, 2018 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোস্টারেই চমকে দিয়েছিল ‘জলেবি’। এবার ট্রেলারেও তার ঝলক দেখা গেল। তবে বাঙালি কিন্তু এমন গল্পের সঙ্গে পরিচিত। বাংলা ছবি ‘প্রাক্তন’-এর রিমেক ‘জলেবি’।

Advertisement

ছবির পোস্টার যখন মুক্তি পেয়েছিল, তখন একটি বিতর্ক উঠেছিল। বলা হয়েছিল, এটা একটি শটের নকল। বহুদিন আগে একটি ফোটো সোশ্যাল সাইটে ঘোরাফেরা করত। ছবির পোস্টারে যেমন আছে, ট্রেনের জানলা থেকে ঠিক সেই কায়দায় নিজের প্রেমিকাকে চুমু খাচ্ছেন এক জওয়ান। এই ছবিটি নকল করেই পোস্টারটি বানানো হয়েছে বলে অভিযোগ ওঠে। ছবির ট্রেলার রিলিজের পর বোঝা গেল, এই রকম পোস্টার প্রকাশের কারণ।

প্রকাশ্যে ভাওয়াল সন্ন্যাসীর এক টুকরো গল্প, মুক্তি পেল ট্রেলার ]

ছবিটি শুরু হয়েছে এক প্রাণোচ্ছ্বল যুবতীকে দিয়ে। নিজের চরিত্রের ঠিক উলটো চরিত্রের এক মানুষের প্রেমে পড়ে সে। দাম্পত্য জীবন ঠিকঠাকই চলছিল। কিন্তু একজন উচ্চাকাঙ্ক্ষী যুবতীর পক্ষে এমন এক জায়গায় বসে কাজ করা সম্ভব নয় যেখানে নেটওয়ার্ক একেবারেই নেই। ফলে নিজের কেরিয়ারের তাগিদেই জায়গা ছাড়তে হয় তাঁকে। এদিকে স্বামী আবার তার পিতৃপুরুষের ভিটে ছেড়ে নড়তে রাজি নন। বাধ্য হয়ে তাঁকেও ছাড়তে হয়। এরপর সময় কেটে যায় কালের নিয়মেই। একদিন ট্রেনের কামরায় ‘হঠাৎ দেখা’ দু’জনের। ততদিনে প্রেমিক আবার বিবাহিত। ঘোর সংসারী। ঘটনাচক্রে তারই বর্তমান স্ত্রীয়ের সঙ্গে সফর করছে ‘প্রাক্তন’। দু’জনের মধ্যে পরিচয় হয়। এদিকে ‘প্রাক্তন’ স্বামীর বর্তমান স্ত্রীকে দেখে ভেঙে পড়েন ওই যুবতী। কোথাও যেন প্রশ্নের মুখে পড়ে যায় তাদের ভালবাসা।

ফের ডিপ্রেশনে যেতে পারেন, ভয়ের মধ্যেই দিন কাটে দীপিকার ]

সম্পর্কের এই টানাপোড়েন নিয়েই ‘জলেবি’। ‘প্রাক্তন’-এর প্রতিচ্ছবি। পরিচালনা করেছেন পুষ্পদীপ ভরদ্বাজ। অভিনয় করেছেন, রিয়া চক্রবর্তী, বরুণ মিত্র ও দীগঙ্গনা সূর্যবংশী। ভাট প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছে ছবিটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement