সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের বেসরকারি হাসপাতালে মহিলা কর্মীকে মারধর। চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাওয়া হল ওই মহিলা রিসেপশনিস্টকে। তাঁর ‘অপরাধ’, কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছিল। তাতেই রেগে গিয়ে ওই মহিলার উপর আক্রমণ চালায় এক ব্যক্তি। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ইতিমধ্যেই নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে। অনেকেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবার গর্জে উঠলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
জানা গিয়েছে, মহিলা রিসেপশনিস্টকে মারধর করা ওই ব্যক্তির নাম গোপাল ঝাঁ। ঠিক কী ঘটেছিল? শ্যালিকাকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। স্বাভাবিকভাবেই রেজিস্টার থাকা নাম ক্রমানুসারে ডাকছিলেন ওই মহিলা। কিন্তু গোপাল ঝাঁ আগেভাগেই চিকিৎসকের কাছে যাওয়ার আবদার জোড়েন। সেখান থেকেই গোলমালের সূত্রপাত। আরেকটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ওই মহিলা কর্মীই ওই ব্যক্তির শ্যালিকার গালে চড় কষান। বাকবিতণ্ডার মাঝেই গোপাল ঝাঁ মহিলা রিসেপশনিস্টকে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে ঘুষি মারেন। আর সেই ঘটনার ভিডিও দেখেই প্রতিবাদে গর্জে উঠলেন শ্রীদেবীকন্যা।
ঘটনাটি ঘটেছে ২১ জুলাই। যে ভিডিও দিন কয়েকের মধ্যে নেটপাড়া তোলপাড় করে ফেলেছে। এবার সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়ে জাহ্নবীর মন্তব্য, “এই লোকটির জেলে থাকা উচিত। এহেন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। এই লোকটি কী করে একজন মহিলার উপর হাত তুলতে পারে? এমন ভাবনাই বা কোথা থেকে আসে? কোন ধরনের শিক্ষাদীক্ষা এধরণের অমানবিক প্রবৃত্তির জন্ম দেয়? এবং কোনও অনুশোচনাবোধও নেই।” এখানেই অবশ্য থামেননি জাহ্নবী কাপুর। অভিনেত্রীর সংযোজন, “আপনার মস্তিষ্কে এধরণের ভাবনাচিন্তা কাজ করার পরও আপনি কীভাবে নিজের সঙ্গে বাস করেন? অত্যন্ত লজ্জাজনক! আর এই ধরণের ঘটনার কোনও প্রতিবাদ না হওয়ায় কিংবা এহেন আক্রমণাত্মক আচরণের জন্য ওই লোকটিকে কোনওপ্রকার শাস্তি না দেওয়ার জন্য আমাদের লজ্জাবোধ করা উচিত। এর কোনও ক্ষমা নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.