Advertisement
Advertisement
Janhvi Kapoor-Sidharth Malhotra

শ্রীদেবীর জন্মদিনে পুজো দিলেন জাহ্নবী, সঙ্গী সিদ্ধার্থ মালহোত্রা, কী প্রার্থনা অভিনেত্রীর?

তাঁদের পুজো দিতে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

Janhvi Kapoor takes co-star Sidharth Malhotra to Tirumala on Sridevi’s birth anniversary
Published by: Arani Bhattacharya
  • Posted:August 14, 2025 5:20 pm
  • Updated:August 14, 2025 5:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীদেবীর প্রয়াণের পরও তাঁর প্রতিটা জন্মদিন স্পেশাল করে তোলার চেষ্টা অভিনেত্রী কন্যা জাহ্নবী কাপুরের মধ্যে স্পষ্ট। মা না থেকেও যেন তাঁর সঙ্গেই আছেন। প্রতি বছর শ্রীদেবীর জন্মদিনে নিয়ম করে এই দিনে তিরুমালায় পুজো দেন জাহ্নবী। এবছরও তার অন্যথা হল না। তিরুমালা মন্দিরে পুজো দিতে গেলেন শ্রীদেবীকন্যা। তবে এবার তাঁর দোসর হলেন তাঁর আগামী ছবি ‘পরম সুন্দরী’র সহ-অভিনেতা তথা ছবির হিরো সিদ্ধার্থ মালহোত্রা। সোশাল মিডিয়ায় তাঁদের পুজো দিতে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যা দেখে বেশ খুশি জাহ্নবী ও সিদ্ধার্থের অনুরাগীরা।

Advertisement

এদিন তিরুমালার উদ্দেশ্যে যাওয়ার পথে ব্লগের মতো একটি ভিডিও মজার চলে বানান সিদ্ধার্থ। সেখানে তাঁকে বলতে শোনা যায় “হ্যালো গাইজ। এখন আমরা যাচ্ছি তিরুপতি মন্দিরে।” সঙ্গে সঙ্গে জাহ্নবী তাঁর ভুল শুধরে দিয়ে বলেন, “তিরুপতি নয় তিরুমালা।” এরপর সিদ্ধার্থ বলেন, “এই প্রথমবার আমি এই মন্দিরে এসেছি। জাহ্নবী প্রতি বছর এখানে আসে। তবে এবছর আমাকে আমার ‘সুন্দরী’ আমাকে এখানে নিয়ে এসেছে। আমরা আমাদের ‘পরম সুন্দরী’ ছবির জন্য সবটা উজাড় করে দিয়েছি। আপনাদের যাতে ছবিটি ভালো লাগে তাই জন্যই আমাদের এত পরিশ্রম। আমরা ইতিমধ্যেই ছবির ট্রেলার ও গান দর্শকের কেমন লেগেছে তার একটা রিভিউ পেয়েছি। এতটা ভালোবাসা আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।”

উল্লেখ্য, মঙ্গলবার প্রকাশ্যে এল জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘পরম সুন্দরী’র ট্রেলার। জমজমাট প্রেমের গল্প বলবে এই ছবি। ইতিমধ্যেই নজর কেড়েছে ছবির ট্রেলার। দুই রাজ্যের দুটি মানুষ যাঁদের মধ্যে সমস্ত দিক থেকেই বিস্তর পার্থক্য। তাদের হঠাৎ দেখা হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাঁদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে এটাই ছবির মূল টুইস্ট। যেহেতু ভালোবাসার সম্পর্কের মোড়কে এই ছবির গল্প পরিবেশিত হবে তাই তাতে খানিক দূরত্ব ও মানঅভিমানের পালা তো থাকবেই। দূরে গিয়ে কি কাছে আসবে পরম আর সুন্দরী? তা জানার জন্য রয়েছে দর্শকের এক অপেক্ষা। যা মিটবে এই ছবি মুক্তি পাওয়ার পর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ