Advertisement
Advertisement

Breaking News

‘যেখানে প্রশ্ন করার অনুমতি নেই, সে বড় ভয়ঙ্কর জায়গা’

সম্প্রতি এই মর্মেই বার্তা দিলেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার।

Javed Akhtar attends Dabholkar’s death anniversary event, warns against religious extremism
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 21, 2017 3:08 pm
  • Updated:October 4, 2019 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশ্ন করার অনুমতি যদি না থাকে তবে সে জায়গা ভয়ঙ্কর। সে সরকার হোক, সমাজ বা গ্রাম – কোনও কিছুই ঠিক নয়। সম্প্রতি এই মর্মেই বার্তা দিলেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার।

Advertisement

[ ‘বন্দে মাতরম গাইতে অস্বীকার করলে কেড়ে নেওয়া হোক ভোটদানের অধিকার’ ]

চিকিৎসক নরেন্দ্র দাভোলকরের স্মরণে এক অনুষ্ঠানে গিয়েই সাধারণের প্রশ্ন করার অধিকারের প্রসঙ্গ তুললেন তিনি। নিজের কাজের জন্য খুন হতে হয়েছিল ওই চিকিৎসক তথা প্রগতিশীল সমাজকর্মীকে। যা নিয়ে এখনও জোর বিতর্ক। কীসের জন্য ও কাদের হাতে খুন হতে হয়েছিল দাভোলকরকে, সে প্রশ্ন আজও ঘুরে বেড়ায়। চার বছর পরেও সে ঘটনার সুবিচার প্রত্যাশা করেন বাড়ির সদস্যরা। তাই এই স্মরণ অনুষ্ঠানের নামই দেওয়া হয়েছিল ‘জবাব দো’। এই অনুষ্ঠানেই কুসংস্কার ও ধর্ম নিয়ে প্রশ্ন করার অধিকারের কথা স্মরণ করিয়ে দিলেন জাভেদ আখতার। মুক্তচিন্তার পরিসরে তিনি বলেন, কখনও প্রশ্ন করার অধিকার ক্ষুণ্ণ হওয়া উচিত নয়। অনেক সময় নানা বিষয়ে ধর্মকে ঢাল করার চেষ্টা করা হয়। তাতে অন্য অনেক দিকে নজর ঘোরানো যায়। কিন্তু প্রশ্ন করার প্রবৃত্তি তা হতে দেয় না। আর যেখানে দাঁড়িয়ে এই প্রশ্ন করার অনুমতি মেলে না, সে জায়গা ভয়ঙ্কর। সে সরকার হোক বা গ্রাম, কোনও কিছুই ঠিক নয়। এভাবেই সমালোচনা করে সংস্কারমুক্ত হওয়ার ডাক দিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বহু বিশিষ্টজনও। মুক্তচিন্তার পক্ষে সওয়াল করেন প্রায় সকলেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement