Advertisement
Advertisement
Shah Rukh Khan Atlee

‘এটা তো প্রথম প্রেমপত্র’, জাতীয় পুরস্কার জিততেই শাহরুখকে নিয়ে মেগাবাজেট সিনেমার ইঙ্গিত অ্যাটলির!

'পিকচার অভি বাকি হ্যায়...?', অ্যাটলির ইঙ্গিতপূর্ণ পোস্টে তেমনটাই অনুমান।

Jawan Director Atlee on Shah Rukh Khan’s National Award Win
Published by: Sandipta Bhanja
  • Posted:August 2, 2025 2:02 pm
  • Updated:August 2, 2025 2:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দশকের উপরের ফিল্মি কেরিয়ারে ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে প্রথমবার বুক ঠুকে রাজনীতির মুখোমুখি হয়েছিলেন শাহরুখ খান। ছবির মধ্য দিয়েই প্রশ্ন ছুঁড়েছিলেন মরচে ধরা সিস্টেমকে। সিস্টেমের মেরুদণ্ড কতটা মজবুত, পরখ করার জন্য জওয়ান’-এর প্রতিটা প্লটের মাধ্যমেই টোকা দিয়েছিলেন! রোজকার ডাল-ভাতের চিন্তা করা আমজনতাকে শিখিয়ে দিয়েছিলেন ‘পরিবর্তন পরিবর্তন’ করে চেঁচালেই হয় না, জনতাই আসল জনার্দন। গণতন্ত্রের আওয়াজ কতটা শক্তিশালী, নির্বিকার জনতাকে তাঁদের ভাষাতেই বোঝান ‘জওয়ান’। নেপথ্যের কারিগর নিশ্চয় পরিচালক অ্যাটলি। তবে ‘মাস হিরো’ শাহরুখের দৌলতেই এই বার্তা তিনি পৌঁছে দিয়েছিলেন আমজনতার কাছে। এবার সেই সিনেমার সুবাদে কিং খানের ৩৩ বছরের কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার ধরা দিতেই, উচ্ছ্বসিত দক্ষিণী পরিচালক।

Advertisement

তেইশ সালের জানুয়ারি মাসে ‘পাঠান’ সিনেমার দৌলতে বাদশা ঘুরে দাঁডিয়েছিলেন ঠিকই, তবে তাঁর বক্স অফিস ম্যাজিকের হারানো গৌরব পুনরুদ্ধার হয় অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এর সুবাদেই। হাজার কোটির উপর ব্যবসা করা ছবিতে কোনওরকম রেয়াত না করেই ‘জওয়ান’ শাহরুখ এক সংলাপে সরাসরি সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছিলেন- “দোকানে চাল-ডাল কিনতে গেলে ভাল না খারাপ প্রশ্ন করেন। দরদাম করেন, কিন্তু ৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন, তখন কি তার কাছে যাচাই করতে যান যে, বেকারত্ব ঘুচবে কিনা, শিক্ষার অধিকার পাওয়া যাবে কিনা কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এরপর থেকে যাচাই করে ভোট দিন।” গণতন্ত্রের পাঠ দেওয়া বলিউড বাদশার মুকুটে যখন জাতীয় সম্মানের পালক জুড়ল, তখন ‘ফ্যান বয়’ অ্যাটলি শুভেচ্ছা জানানোর পাশাপাশি বড়সড় ইঙ্গিতও দিলেন।

Jawan copied from Tamil film Thaai Naadu? Internet's shocking claim

শাহরুখের সঙ্গে ‘জওয়ান’-এর সেটের একটি ছবি ভাগ করে নিয়ে দক্ষিণী পরিচালকের মন্তব্য, “নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে শাহরিখ স্যর। আমাদের জওয়ান ছবির জন্যই আপনার ঝুলিতে জাতীয় পুরস্কার এল ভেবেই আনন্দে আত্মহারা হয়ে পড়েছি। আপনার সফরসঙ্গী হতে পেরে অনুপ্রেরণা পেলাম। আজ আমি ভীষণ আবেগপ্রবণও। বিশ্বাস করে এই সিনেমার ভার আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। এটা তো আপনার জন্য আমার প্রথম প্রেমপত্র ছিল, এখনও আরও অনেক বাকি রয়েছে। শাহরুখ স্যার আপনার কাছাকাছি থাকাটাই একটা বিরাট আশীর্বাদ। আমি আপনার সবথেকে বড় ভক্ত। আজ শুধুই ভালোবাসা আপনার জন্য।” উল্লেখ্য, এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন পরিচালক অ্যাটলি। তাহলে কি ‘পিকচার অভি বাকি হ্যায়…?’ অ্যাটলির ইঙ্গিতপূর্ণ পোস্টে তেমনটাই অনুমান বলিপাড়া থেকে বাদশাভক্তদের। পাশাপাশি ‘জওয়ান’-এর ‘ছলেয়া’ গানের জন্য জাতীয় পুরস্কার পাওয়ায় গায়িকা শিল্পা রাওকেও অভিনন্দন জানিয়েছেন অ্যাটলি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ