Advertisement
Advertisement
Jawan Movie trailer

‘পাঠানে’র গানে নেচে ‘জওয়ান’ ঝড়ের ইঙ্গিত শাহরুখের! দুবাইয়ের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

বিদেশের মাটিতেও শাহরুখের ম্যাজিক।

Jawan Movie trailer: Shahrukh Khan dance video from Dubai goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 2, 2023 3:49 pm
  • Updated:September 2, 2023 3:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই দুবাইয়ের বুর্জ খালিফায় মুক্তি পেল শাহরুখের জওয়ান ছবির ট্রেলার। ‘পাঠান’ ছবির পর ‘জওয়ান’ নিয়েই দুবাইয়ের মাটিতে হইচই ফেলে দিলেন শাহরুখ। বাদশাহি কায়দাতেই শাহরুখের এন্ট্রিতে রীতিমতো ঝড় উঠল বিদেশের মাটি। তবে শুধুই এন্ট্রি নয়। নাইটক্লাবে নেচে নজড় কাড়লেন শাহরুখ। ‘পাঠানে’র ‘বেশরম রং’ থেকে শুরু করে ‘দিল তো পাগল হ্যায়’ ছবির ‘লে গয়ি’র তালে নাচতে দেখা গেল শাহরুখকে।

Advertisement

লাল জ্যাকেট, কালো টিসার্ট, কালো জিন্স। বুর্জ খালিফার সামনের মঞ্চে শাহরুখের আগুন ঝরানো এন্ট্রি বুঝিয়ে দিল শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও শাহরুখের ম্যাজিক কতটা জোরালো।

‘জওয়ান’ ছবির ট্রেলার লঞ্চ করে শাহরুখ জানালেন, ”বিনোদনের কোনও ধর্ম, জাত হয় না। বিনোদন শুধুই আনন্দ দেওয়ার জন্য।” একথার মধ্য়ে দিয়ে যেন শাহরুখ বলিউড ছবির বয়কট গ্যাংকে একহাত নিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘ড্রিম গার্ল ২’-এর দৌলতেই স্বপ্নপূরণ! ৪ বছর বাদে সূর্যোদয় আয়ুষ্মান খুরানার কেরিয়ারে]

২০২১ সালের অক্টোবর মাস। আরিয়ান খান মাদককাণ্ডের পর থেকে মন্নত-এর বাইরে পা রাখেননি শাহরুখ খান। বলেছিলেন, ”ছেলে বাড়ি ফিরুক, তারপর কাজ হবে।” একুশের গোটা অক্টোবর মাস থানা-পুলিশ, আদালত করে বিনিদ্র রজনী কাটিয়েছিলেন। শেষমেশ একমাস বাদে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে পেরে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বাবা শাহরুখ। তারপরও গোটা একমাস নিজেকে গুটিয়ে রেখেছিলেন লাইমলাইট থেকে। কাজ থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। স্থগিত ছিল ‘পাঠান’-এর শুটিং। শাহরুখের আগামী ছবি বয়কটের ডাকও উঠেছিল। খান পদবির জেরেও শাপ-শাপান্ত করা হয় অভিনেতাকে। চার বছর পর যখন ফিরলেন, সমস্ত নিন্দুকদের গালে চড় কষালেন বক্স অফিসের নম্বর দিয়ে। ‘পাঠান’ জানিয়ে দিয়েছিল শাহরুখ ‘জিন্দা হ্যায়’।

[আরও পড়ুন: বায়োপিকে সৌরভের ভূমিকায় কে? জানা গেল নাম]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ