শম্পালী মৌলিক: ক্যালেন্ডারে তারিখ পয়লা জুলাই। প্রথমবার শহর কলকাতায় জন্মদিন উদযাপন জয়া আহসানের। পদ্মাপারের নায়িকার ভক্তসংখ্যা এপার বাংলাতেও নেহাত কম নয়। উপরন্তু অনিরুদ্ধ রায়চৌধুরির পরিচালনায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে ‘কড়ক সিং’-এ অভিনয় করে বলিউডেও হাতেখড়ি সেরে ফেলেছেন অভিনেত্রী। বর্তমানে কলকাতায় রয়েছেন মূলত দুটো কাজে। প্রথমত ‘ডিয়ার মা’ সিনেমার প্রচার, দ্বিতীয়ত, ‘আজও অর্ধাঙ্গিনী’র ছবির শুটিং। সমান্তরালে শুটিং-প্রচার দুটোই দিব্যি চালিয়ে যাচ্ছেন জয়া আহসান। জন্মদিনেও কাজ থেকে বিরতি নেননি। কিন্তু তাই বলে কি উদযাপন বন্ধ থাকবে? অতঃপর ‘আজও অর্ধাঙ্গিনী’র সেটে কেক কাটার আয়োজন করে ফেললেন নির্মাতারা।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় আর পর্দার স্বামী কৌশিক সেনকে পাশে নিয়ে কেক কাটলেন জয়া। বেশকিছু খুদেও ফুল নিয়ে সেটে হাজির হয়েছিল অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। খুদে ফ্যানদের হাত ধরেই কেক কাটলেন তিনি। তবে সোমবার সন্ধে থেকেই জয়া আহসানের বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতার এক রেস্তরাঁয় সেই প্রাক-জন্মদিন উদযাপনের আয়োজন করেছিল তাঁর ‘ডিয়ার মা’ সিনেমার টিম। সেখানেও চকোলেট কেক কাটেন নায়িকা। শুধু তাই নয়, জন্মদিন উপলক্ষে এই প্রথমবার পায়েসের স্বাদ পেলেন জয়া আহসান। তাঁকে নলেন গুড়ের পায়েস খাওয়ালেন পর্দার মা সোনালি গুপ্ত। কারণ বাংলাদেশে জন্মদিনে পায়েস খাওয়ার চল নেই।
সোমবারের অনুষ্ঠানে জয়া নিজেই জানিয়েছেন যে, ঢাকাতেও নাকি এভাবে বহুদিন তাঁর জন্মদিন পালন হয় না। কিন্তু এত আনন্দ আয়োজনের মাঝেও একটু মনখারাপ অভিনেত্রীর। কারণ এবারের জন্মদিনে মায়ের কাছ থেকে অনেকটা দূরে তিনি। আর সেইজন্যই কাজ, প্রচার, বার্থডে সেলিব্রেশন সবকিছুর মাঝে মায়ের সঙ্গে ভিডিওকলে কথা বলছেন জয়া আহসান। মেয়ে জন্মদিনে নলেন গুড়ের পায়েস খাওয়ায় মা যে বেশ খুশি, সেকথা জানিয়ে শেষপাতে জয়া বললেন, “এই উদযাপনটা সারাজীবন মনে থাকবে আমার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.