Advertisement
Advertisement

Breaking News

Jaya Ahsan

‘এই গল্পে সবাই নিজেকে খুঁজে পাবে’, ‘ডিয়ার মা’ মুক্তির আগে আবেগঘন জয়া

কবে মুক্তি পাবে 'ডিয়ার মা'?

Jaya Ahsan opens up on releasing her new film Dear Maa
Published by: Sayani Sen
  • Posted:June 18, 2025 10:06 pm
  • Updated:June 18, 2025 10:18 pm  

বিদিশা চট্টোপাধ্যায়: ছোট্ট শব্দ মা। অথচ সে-ই মা যেন পরিবারের চালিকা শক্তি। তিনি যে কতটা শক্তিশালী, তা বর্ণনার বাইরে। এবার পর্দায় সে-ই মায়ের চরিত্রেই দেখা যাবে জয়া আহসানকে। জুলাই মাসে মুক্তি পাবে ‘ডিয়ার মা’। নতুন ছবি নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী।

পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর এই ছবি মা এং সন্তানের গল্প। ‘ডিয়ার মা’ ছবিতে জয়া ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল এবং বিক্রম ঘোষ। এই ছবির গল্প এতটাই পারিবারিক, সকলে তা দেখে মুগ্ধ হবে বলেই আশা জয়ার। ছবি মুক্তির আগে যেন উচ্ছ্বসিত অভিনেত্রী। সংবাদ প্রতিদিন ডিজিটালকে তিনি জানান, “প্রথমবার দর্শক লুক দেখতে পেলেন। খুব ভালো লাগছে। ‘ডিয়ার মা’ সকলের হতে পারবে। মা ও সন্তানের কথা। প্রত্যেকটা মানুষ খুব রিলেট করতে পারবেন। সকলের অনুভূতিগুলো একটু উসকে দেওয়া যাবে। এটা তো সবে ফার্স্ট লুক। টিজার, ট্রেলার এখনও আসা বাকি। আরও ভালো কিছু হবে।”

মঙ্গলবার প্রকাশ্যে আসে ছবির ফার্স্ট লুক। হালকা নীল এবং পিচ রঙের মিশেলে সিল্কের শাড়িতে মোহময়ী রূপে ছবির ফার্স্ট লুক প্রকাশের অনুষ্ঠানে হাজির হন অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

‘ডিয়ার মা’ ছবির ফার্স্ট লুক মুক্তির পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। তিনি নিজেই জানান, “আমেরিকা থেকে সাড়া পেয়েছি। খুবই ভালো সাড়া পাচ্ছি। সকলে খুব উত্তেজিত।”

বলে রাখা ভালো, বর্তমানে জয়ার কেরিয়ার গ্রাফ বেশ তুঙ্গে। দুই বাংলায় ছবির কাজে খুবই ব্যস্ত জয়া। গত মে মাসে বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’। তারপর একে একে ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। আবার জুলাইতে মুক্তি পাবে ‘ডিয়ার মা’। এদিকে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি। ‘অর্ধাঙ্গিনী’র মতো জয়া আহসানের সঙ্গে থাকছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়। তবে এবারের নয়া চমক ইন্দ্রাশিস রায়। অতীতের মতো আসন্ন দুই ছবিতে জয়া দর্শকদের মন ছুঁতে পারে কিনা, সেটাই এখন দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement