সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ করলেন অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। নিজের ফেসবুক প্রোফাইলে সাংবাদিক রোজিনা ইসলামের (Rozina Islam) নিগ্রহের ছবি ও ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
নিজের এই পোস্টে জয়া লেখেন, “রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়। দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা!” রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলির মাধ্যমে বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠ রোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন জয়া। সেদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই এমন অশুভ ঘটনার সাক্ষী হতে হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন। তারপরই রোজিনাকে তাঁর পরিবারের কাছে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি জানান অভিনেত্রী।
উল্লেখ্য, তদন্তমূলক সাংবাদিকতার জন্য বাংলাদেশে জনপ্রিয় রোজিনা। অভিযোগ, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের দুর্নীতি প্রকাশ্যে আনার জন্য রোজিনা একাংশের রোষানলে পড়েছেন। প্রথম আলোর সাংবাদিকের (Bangladesh Journalist) বিরুদ্ধে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রাষ্ট্রীয় গোপন নথি সরানো ও অনুমতি না নিয়ে ছবি তোলার অভিযোগে মামলা করা হয় ঢাকার শাহবাগ থানায়। তারপর গ্রেপ্তারও করা হয় তাঁকে। বিষয়টি নিয়ে শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বের সাংবাদিক মহলে সমালোচনা করা হয়েছে। রোজিনার মুক্তির দাবি জানানো হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংগঠনের পাশাপাশি আওয়ামি লিগ, বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই মামলার তদন্তভার বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
Rozina Islam— strong, honest and full of passion — no steel bars can break your spirit. Walk tall. We are all with you.
— Elita Karim (@elitakarim)
SAWM Condemns Immediate Release of Bangladeshi journalist
Demand immediate release …— Nasim Zehra (@NasimZehra)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.