Advertisement
Advertisement
Jeet Keu bole biplobi keu bole dakat

কপালে রক্ততিলক! চোখে স্বাধীন ভারতের স্বপ্ন, বিপ্লবী অনন্ত সিংয়ের বেশে চমক সুপারস্টার জিতের

নিতে হচ্ছে লাঠিখেলার প্রশিক্ষণ। বিপ্লবীর চরিত্রের জন্য কড়া হোমওয়ার্ক জিতের।

Jeet's Keu bole biplobi keu bole dakat look out on Independence day 2025
Published by: Sandipta Bhanja
  • Posted:August 15, 2025 10:43 am
  • Updated:August 15, 2025 10:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথিকৃৎ বসুর পরিচালনায় জিৎ যে পর্দায় দেশপ্রেমের গাথা ফুটিয়ে তুলবেন, চলতি বছর মে মাসেই সেখবর জানা গিয়েছিল। টলিউড সুপারস্টার অভিনয় করবেন বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্য়তম নায়ক। ছবির নাম- ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। অনন্ত সিংয়ের বেশে কেমন লাগবে জিৎকে? সিনেমার ঘোষণা হওয়ার পর থেকে বাংলার সিনেদর্শকদের কৌতূহল তুঙ্গে। অবশেষে শুক্রবার, স্বাধীনতা দিবসে ‘বিগ ফ্রাইডে’ চমক দিয়ে লুক ফাঁস করলেন টলিউড সুপারস্টার খোদ।

Advertisement

দুর্গাপুজোর পর ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটির শুটিং শুরু করতে চলেছেন জিৎ। অক্টোবর মাস থেকে কলকাতা, ঝাড়খণ্ড, মাসাঞ্জর ড্যাম-এর মতো বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং। তার প্রাক্কালেই ঐতিহাসিক এই চরিত্রে অভিনয়ের জন্য নিজের মতো করে কড়া হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন সুপারস্টার। পরিচালক পথিকৃৎ বসু সংবাদ প্রতিদিন ডট ইনকে জানালেন, জিৎ মুম্বইতে নিয়ম করে ফাইটমাস্টারের কাছে লাঠিখেলা শিখেছেন। পরিচালকের কথায়, “কোনও চরিত্রের জন্য এত নিষ্ঠা নিয়ে এর আগে কাউকে প্রশিক্ষণ নিতে দেখিনি। আমি, জিৎদা সকলেই ভীষণ এক্সাইটেড এই সিনেমাটি নিয়ে।” এই ছবিতে জিৎকে বিপ্লবী অনন্ত সিংয়ের লুকে ফুটিয়ে তোলার দায়িত্বভার বর্তেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী সোমনাথ কুন্ডুর উপর। অভিনেতার প্রস্থেটিক লুকের ঝলক ইতিমধ্যেই পাওয়া গেল।

প্রস্তুতির ঝলক শেয়ার করে দেশপ্রেম উসকে দিয়েছেন জিৎ। ক্যাপশনে লেখা- ‘যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিং, এ দেশের বুকে আজও কি বেঁচে আছে সেই স্বপ্ন?’ কপালে রক্ততিলক! চোখে দেশমাতৃকার জন্য জান বাজি রাখার স্বপ্ন। বিপ্লবীর বেশে সুপারস্টারকে দেখে ইতিমধ্যেই পূর্ণঝলকের অপেক্ষায় সিনেদর্শকরা। এই ভিডিওতেই আরেকটি চমক মিলল। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটির মিউজিকের দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র। অতঃপর সিনেমা গানেও যে বড়সড় উপহার পাওয়া যাবে, তা বলাই বাহুল্য।

কীভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায়, তাঁর নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিং, সেই বীরত্বের কাহিনিই তুলে ধরা হবে এই ছবিতে। নন্দী মুভিজের প্রযোজনায়, প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় তৈরি হতে চলেছে এই ছবি। উল্লেখ্য, বহু বছর পর টলিউডে নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনও ব্যানারে কাজ করছেন জিৎ। প্রসঙ্গত, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির গল্প ষাটের দশকের কলকাতার প্রেক্ষাপটে। গল্পের মূল নায়ক অনন্ত সিংহ- যিনি একসময় ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। সেইন ভূমিকাতেই টলিউড সুপারস্টার জিৎ। পথিকৃতের ফ্রেমে বিপ্লবীর ভূমিকায় কেমন চমক দেবেন তিনি? স্বাভাবিকভাবেই সেদিকে নজর থাকবে দর্শক-অনুরাগীদের। বাণিজ্যিক ছবি ছেড়ে কেন অনন্ত সিংয়ের বায়োপিকে সুপারস্টার? এপ্রসঙ্গে অভিনেতা এর আগে জানিয়েছেন, আগে কোনওদিন বায়োপিকে অভিনয় করেননি বলেই এই সিদ্ধান্ত। পরিচালকের কথায়, “স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ককেই আমরা মনে রাখি। কিন্তু ইনি একজন ভুলে যাওয়া নায়ক। যার কথা অনেকেরই অজানা। সেই কারণেই অনন্ত সিংহের বায়োপিক করার সিদ্ধান্ত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement