সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিটল জীতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্ব। মান-অভিমানের পালা মিটিয়ে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের স্বার্থেই ফের একবার হাত মেলাল অপু-আর্য জুটি। আসলে তাঁদের বেশ কিছু রোম্যান্টিক ছবি নিয়েই বিগত কয়েকদিন ধরে নেটভুবনে বিস্তর চর্চা চলেছে। আর তার রেশই পড়েছিল রিল জুটির রিয়েল লাইফে। সোশাল মিডিয়ায় একে-অপরের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিয়েছিলেন তাঁরা। তবে এবার ‘বিগ ফ্রাইডে আপডেট’ প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় জীতু কমল এবং দিতিপ্রিয়া রায় একে-অপরের সঙ্গে কথা বলে যাবতীয় সমস্যা মিটিয়ে নিয়েছেন।
শুধু তাই নয়, বিগত দিন কয়েক ধরেই অপু-আর্যর যে সমস্ত পোস্ট ঘিরে নেটভুবনে এত হইচই সেসব পোস্টও তাঁরা নিজস্ব প্রোফাইল থেকে সরিয়ে নিয়েছেন। সূত্রের খবর, শুক্রবার প্রযোজনা সংস্থার তরফে দুই পক্ষের সঙ্গেই কথা বলা হয়। অভিনেতার সঙ্গে একজন আইনজীবীও উপস্থিত ছিলেন বলে খবর। সেই আলোচনাতেই জীতু প্রযোজনা সংস্থাকে জানান, তিনি পেশাগতজীবন এবং ব্যক্তিগতজীবনকে আলাদা রাখতেই পছন্দ করেন। অন্যদিকে সমস্যা মেটার পরই ফেসবুক থেকে ‘কাদা ছোড়াছুড়ি’মূলক পোস্ট সরিয়ে নেন দিতিপ্রিয়া রায়। গুঞ্জন, অভিনেতাই নাকি শর্ত রেখেছিলেন যে যেহেতু নায়িকা আগে পোস্ট করেছেন, তাই তাঁকেই আগে সেই পোস্ট সরাতে হবে। অতঃপর ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ যে আর অনিশ্চিত নয়, আগের মতোই অপু-আর্যর রোম্যান্টিক জুটি দেখতে পাবেন টেলিদর্শকরা, তা স্পষ্ট। জীতু জানালেন, ‘আমার সহ-অভিনেত্রী ছোট, আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভকামনা।’
প্রসঙ্গত, সম্প্রতি জীতুর বিরুদ্ধে ‘কুরুচিকর মেসেজ পাঠানোর’ অভিযোগ তুলে দিতিপ্রিয়া রায় জানান, “পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে তাতে দীর্ঘদিন চালিয়ে যেতে পারব বলে মনে হয় না। ওই মানুষটার সামনে দাঁড়িয়ে শট দিতেও তো এরপর আমার অসুবিধে হবে।” এরপরই গুঞ্জন শুরু হয়, অভিনেতা নাকি সিরিয়াল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জল্পনার পালে হাওয়া লাগতেই মাঠে নামেন জীতু। তিনি সাফ জানান, ‘ময়দান ছেড়ে ভীতু, অসৎ,মিথ্যেবাদীরা পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই। প্রযোজক এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। আমার উপর যে দোষারোপ করা হয়েছে যদিও সেটা মারাত্মক, তবে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে সামলাচ্ছি। তার জন্য এই প্রজেক্ট ছেড়ে দেব, সেই রকম মানুষ আমি নই।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.