Advertisement
Advertisement
Jeetu Kamal

‘জ্যোতি বসুর পার্টি জান কুরবান করে লড়বে…’, পঞ্চায়েত ভোটে বিশেষ বার্তা জিতু কমলের

ফেসবুকে এই বার্তা দিয়েছেন অভিনেতা।

Jeetu Kamal says CPM will fight till last breath in Panchayat Election | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 8, 2023 4:05 pm
  • Updated:July 8, 2023 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দফায় দফায় অশান্তি, উত্তেজনার খবর আসছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতেই চলছে পঞ্চায়েত নির্বাচন। এদিকে আবার আজই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) জন্মদিন। জান কুরবান করে লড়বে জ্যোতি বসুর পার্টি, ফেসবুকে এমন বার্তাই দিলেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)।

Jeetu Kamal

বামপন্থায় বিশ্বাসী জিতু। প্রয়াত নেতা জ্যোতি বসুর একটি পোস্ট শেয়ার করেন। যার ক্যাপশনে লেখা কবিতার লাইন, “বিভেদ গাঙের বাঁধবো দুই কূল / বাঁধবো আবার মিলনের পুল / যত বাস্তুহারা সর্বহারা সুখের গৃহ গড়ব / ভাঙা বুকের পাঁজর দিয়ে…।” এরপরই আবার লেখা, “আজ জ্যোতি বসুর জন্মদিন। আজ ত্রিস্তর পঞ্চায়েত ভোট। আজ জ্যোতি বসুর পার্টি জান কুরবান করে লড়বে। বাংলাকে বাঁচাতে লড়বে।”

[আরও পড়ুন: ‘ষড়যন্ত্রের সেনাপতি’, ভোট হিংসায় ‘নির্বাক’ নির্বাচন কমিশনার রাজীবকে তোপ রুদ্রনীলের]

‘হাল ছেড়ো না বন্ধু…’, এই মনোভাব নিয়েই এবারে পঞ্চায়েতের মনোনয়ন দাখিল করেছিলেন কমরেডরা। তবে ত্রিস্তরে এবার লড়াই মূলত তৃণমূল-বিজেপির। কোথায় বুথে সশস্ত্র দুষ্কৃতী হামলার খবর পাওয়া গিয়েছে, কোথাও আবার ব্যালট বাক্স হাতে নিয়ে যুবককে দৌড়াতে দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে বামেরা কতটা ভোট পাবে তা তো ভবিষ্যতই বলবে। তবে জিতুর মতো সমর্থকরা আশা ছাড়তে নারাজ।

Jeetu-1

এমনিতে ব্যক্তিগত জীবনে বেশ কঠিন অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছেন জিতু। কিছুদিন আগেই অভিনেতার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তাঁর স্ত্রী। জানা গিয়েছে, গত তিন মাস ধরে আলাদা থাকছেন না। আর কয়েকটা মাস কেটে গেলেই বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যাবে বলে খবর।

[আরও পড়ুন: অনুষ্ঠানের কয়েক মিনিট আগেই নিখোঁজ গায়িকা, শৌচালয়ে উদ্ধার দেহ ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement