সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোয় যেমন ছবি রিলিজ ঘিরে বড়পর্দার তারকাদের ব্যস্ততা বেড়ে যায়, তেমনই চ্যানেলগুলিও দর্শকের কাছে শারদসম্ভার তুলে ধরতে কার্পণ্য করে না। প্রতিবার পুজোর মরশুমে টেলিপর্দায় কোনও না চমক উপহার থাকে তাঁদের জন্য। সম্প্রতি জি বাংলাও ধারাবাহিকের তারকাজুটিদের নিয়ে পুজোর গান প্রকাশ্যে এনেছে। যেখানে প্রত্যেক ধারাবাহিকের জুটিকে দেখা গেলেও, একফ্রেমে অপু-আর্যর দেখা মেলেনি! আর তাতেই মন খারাপ ‘আর্য’র অনুরাগীদের।
জি বাংলার পুজোর গানের প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে ‘জগদ্ধাত্রী’, ‘তুই আমার হিরো’, ‘ফুলকি’, ‘কনে দেখা আলো’ থেকে ‘জোয়ার ভাটা’, ‘পরিণীতা’-সহ সংশ্লিষ্ট চ্যানেলের সব ধারাবাহিকের জুটিদের মিষ্টি মুহূর্তের ঝলক দেখা গিয়েছে। তবে সেই তালিকায় নেই ‘চিরদিনই তুমি যে আমার’ জুটি! আরেকটু খোলসা করে বলতে গেলে, প্রোমোতে অপর্ণা ওরফে দিতিপ্রিয়া রায়কে দেখা গেলেও নেই আর্য জীতু কামাল। অতঃপর সেই প্রোমো দেখে অনেকেই আক্ষেপ প্রকাশ করেছেন যে কেন অপুর পাশে আর্যকে দেখা গেল না? একাংশের কাঠগড়ায় আবার সংশ্লিষ্ট চ্যানেল। শোরগোল শুরু হতেই এবার যাবতীয় ধোঁয়াশা সরাতে মুখ খুললেন জীতু খোদ।
অভিনেতার সাফ মন্তব্য, “জি বাংলার সঙ্গে আমি বহুদিন ধরে আন্তরিকভাবে জড়িত। আমার কেরিয়ার উত্থানের জন্য জি বাংলার অবদান অনেকটাই। আপনারা আপনাদের সাদা চোখে যেটা দেখছেন, সেটার জন্যে জি টিভি কে দোষারোপ করবেন না। গভীরে অনেক কারণ রয়েছে, সেগুলো আমি হয়তো বলতে চাইব না। কারণ আমি খুব বেশি কমপ্লেনিং নই।” শেষপাতে জীতুর সংযোজন, “কাজটাই আমার কাছে হিরো, বাকিসব হেরো। বাকিটা দর্শক বুঝে নেবেন।” এবার সেই মন্তব্য টেনেই নেটপাড়ার একাংশের প্রশ্ন, জীতুর নিশানায় কে? আরেকাংশের দাবি, উহ্য রেখে কি তবে নায়িকার দিকেই ইঙ্গিত জীতুর? জল্পনা বিস্তর। কারণ মাসখানেক আগেই দুই তারকার মনোমালিন্যের ঘটনা প্রকাশ্যে এসেছিল। যদিও প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে উভয় পক্ষের তরফেই সমস্যা মিটিয়ে নেওয়া হয়েছিল বলে জানা যায়। তবে পুজোর গানে জীতুর ব্রাত্য থাকা, ফের সাম্প্রতিক অতীত তরজা উসকে দিল!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.