Advertisement
Advertisement

Breaking News

Jeetu Kamal

পরিচালককে নিয়ে আচমকাই লালবাজারে জীতু কমল,কেন দেখা করলেন পুলিশ কমিশনারের সঙ্গে?

কেন জরুরী তলব অভিনেতাকে?

Jeetu Kamal's Aranyar Prachin Probad is Getting sequel
Published by: Sandipta Bhanja
  • Posted:July 4, 2025 5:36 pm
  • Updated:July 4, 2025 6:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ভরদুপুরে পরিচালক দুলাল দে’কে নিয়ে লালবাজারে জীতু কমল। ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন দুজনে। খবর চাউর হতেই স্বাভাবিকভাবে কৌতূহল সর্বত্র, আচমকাই কী ঘটল যে লালবাজারে পরিচালক-অভিনেতা? দুজনে দেখাও করেছেন পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা এবং ডেপুটি পুলিশ কমিশনার অলোক সান্যালের সঙ্গে। কোনও সমস্যায় পড়লেন নাকি তাঁরা?

পরিচালক দুলাল দের সঙ্গে যোগাযোগ করতে তিনিই জানালেন আসল খবর। এবার তাঁর ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ সিনেমার গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায় পর্দা থেকে বইয়ের পাতায় আত্মপ্রকাশ করল। নেপথ্যে দীপ প্রকাশনী। আর সেই বইয়েরই আনুষ্ঠানিক প্রকাশ হল লালবাজারে পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা এবং ডেপুটি পুলিশ কমিশনার অলোক সান্যালের হাত ধরে। উপস্থিত ছিলেন দীপ প্রকাশনী সংস্থার কর্ণধার দীপ্তাংশু মণ্ডলও। সেই প্রেক্ষিতেই লালবাজারে যাওয়া পরিচালক-অভিনেতা জুটির। তবে চমক এখানেই শেষ নয়!

Jeetu Kamal
লালবাজারে ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ বই প্রকাশে দুলাল দে, জীতু কমল

দুলাল দে জানিয়েছিলেন, “‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ ছবিটির সিক্যুয়েল আসবে খুব শিগগিরিই। ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে।” বই প্রকাশের পর জীতু কমল লালবাজারের গোয়েন্দা দপ্তরও ঘুরে দেখলেন। পাশাপাশি গোয়েন্দা ‘অরণ্য’ হিসেবে অভিনেতা বেশ কিছু টিপসও নিয়েছেন তাঁদের কাছ থেকে। উল্লেখ্য, ডেপুটি পুলিশ কমিশনার অলোক সান্যাল অভিনয় করেছিলেন দুলাল পরিচালিত ছবিতে। সেই প্রেক্ষিতে ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ বইয়ের আকারে প্রকাশিত হওয়ায় উচ্ছ্বসিত তিনিও।

প্রসঙ্গত, বাংলার পর্দায় বর্তমানে গোয়েন্দাদের ভিড়। ফেলুদা, ব্যোমকেশ তো রয়েইছেন, সেই লিগ্যাসিতে নতুন সংযোজন ‘একেনবাবু’। এবার দুলাল দের হাত ধরে আরেক গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির স্বাদ পেতে চলেছেন বাঙালি দর্শক-পাঠকরা। গতবছর মুক্তিপ্রাপ্ত ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ ছবিতে চিকিৎসকের পাশাপাশি হিসেবে গোয়েন্দা হিসেবেও ধরা দিয়েছিলেন জীতু। সেবারের প্রেক্ষাপট ছিল এক সরকারি হাসপাতালের কর্মকাণ্ড, তবে এবারের প্রেক্ষাপট নিয়ে কিছুতেই মুখ খুলতে নারাজ দুলাল দে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement