সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত দেবশ্রী রায়ের দিদি তনুশ্রী রায় ভট্টাচার্য ওরফে ‘ঝুমকি’। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। ঝুমকির প্রয়াণে শোকের ছায়া মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারেও। সম্পর্কে রানি মুখোপাধ্যায়ের মাসি দেবশ্রী (রুমকি) এবং ঝুমকি। জানা গিয়েছে, মাসির প্রয়াণের খবর পেয়ে ইতিমধ্যেই মায়ানগরী থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন রানির দাদা রাজা মুখোপাধ্যায়।
সিনেইন্ডাস্ট্রিতে দেবশ্রী রায়ের দিদি হিসেবেই পরিচিত ঝুমকি। সম্প্রতি এক পারিবারিক অনুষ্ঠানেও দুই বোন রুমকি-ঝুমকি একসঙ্গে মাইক হাতে গান গেয়েছিলেন। তবে রুমকি-ঝুমকি জুটির জনপ্রিয়তা বহু আগেই থেকেই। শিশুশিল্পী হিসেবে দুই বোন অনুষ্ঠানে একাধিকবার একসঙ্গে পারফর্ম করেছেন। তখন মাত্র তিন, সাড়ে তিন বছর বয়স তাঁদের। সেইসময়েই তরুণ মজুমদার পরিচালিত ‘কুহেলি’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে ফিল্মি কেরিয়ার শুরু করেন দেবশ্রী। তবে ১০ জুলাই, সেই স্বর্ণযুগের রুমকি-ঝুমকি জুটির ছন্দপতন। লক্ষ্মীবারের সকালে আচমকাই আছড়ে পড়ল দেবশ্রীর পরিবারে দুঃসংবাদ। সূত্রের খবর, বার্ধক্যজনিত কোনও সমস্যাই ছিল না তনুশ্রীদেবীর। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। ঠিক যেন কালের সমাপতন! দিন কয়েক আগেই দেবশ্রীর বন্ধু তথা অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ভাইকে হারিয়েছেন। তাঁরও হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছিল।
দক্ষিণ কলকাতায় অভিনেত্রীর পাশের বাড়িতেই থাকতেন তাঁর দিদি তনুশ্রী ওরফে ঝুমকি। বছর দুয়েক আগেই মা আরতি রায়কে হারিয়েছেন দেবশ্রী। এবার দিদিকেও চিরতরে হারালেন অভিনেত্রী। সম্প্রতি এক পারিবারিক অনুষ্ঠানে শেষবারের জন্য রুমকি-ঝুমকি ম্যাজিক দেখতে পেলেন উপস্থিত সকলে। আর কোনও অনুষ্ঠানে দেখা যাবে না তাঁদের জুটিকে। তবে স্মৃতিসুধা বেঁচে থাকবে তাঁদের স্বজন-বন্ধুদের মনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.